মো: সাইদুর রহমান, টাঙ্গাইল প্রতিনিধি।
টাঙ্গাইল জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টুর আগমন উপলক্ষে আয়োজন করা হয় গণসংবর্ধনা অনুষ্ঠান।
রোববার (২৩ ফেব্রুয়ারি) টাঙ্গাইল শহরের পৌর উদ্যানে সংবর্ধনা অনুষ্ঠানে হাজার হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন। ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় মৃত্যুদণ্ড পাওয়ার পর উচ্চ আদালতের রায়ে আবদুস সালামের মুক্তি পাওয়া উপলক্ষে এ সংবর্ধনার আয়োজন করে জেলা বিএনপি। বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু বলেছেন, শেখ হাসিনা আমাকে ফাঁসির রায় দিয়েছিল। আমি তো কল্পনা করিনি আজ আপনাদের কাছে আসব। কোনো দিনও কল্পনা করিনি টাঙ্গাইলের মানুষের সঙ্গে আবার দেখা হবে। এ ছাড়া কল্পনা করিনি আমার পরিবারের কাছে আবার ফিরতে পারব। সে কারণে আমি বলতে চাই, আমার ফাঁসি হয়েছে।
এ সময় কালক্ষেপণ না করে অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন দিতে বলেন পিন্টু। তিনি বলেন, ফ্যাসিস্ট সরকার আমাকে কারাগারে নিক্ষেপ করে ফাঁসির আদেশ দিয়েছিল।
আর নির্যাতনের কথা বললে সবাই শিউরে উঠবেন। আমাকে রিমান্ডে নিয়ে অমানুষিক নির্যাতন করা হয়েছে। সেই নির্যাতনের কথা বলতে চাই না। তবু একদিনের কথা তুলে ধরতে চাই। তিনি আরও বলেন, সেদিন সারা রাত নির্যাতন করে আমাকে পরদিন কোর্টে অর্ধমৃত অবস্থায় তোলা হয়। ওই অবস্থায় কোর্টের বারান্দায় পড়েছিলাম। সেই দিনও রিমান্ড চেয়েছিল। ম্যাজিস্ট্রেট আমাকে দেখে রিমান্ড না দিয়ে জেলখানায় পাঠান। আর জেলখানায় আমার চিকিৎসার ব্যবস্থা করা হয়েছিল। সেই চিকিৎসা চলে সাড়ে পাঁচ মাস। তাহলে অনুভব করুন, কেমন নির্যাতন হয়েছিল আমার ওপর।
আবদুস সালামের (পিন্টু) গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নজরুল ইসলাম। জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফরহাদ ইকবালের সঞ্চালনায় গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খান। এতে অন্যান্যের মধ্যে দলের প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন (টুকু), সহসাংস্কৃতিক সম্পাদক সাঈদ সোহরাব, নির্বাহী কমিটির সদস্য ওবায়দুল হক, জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা হামিদুল হক, জেলা বিএনপির সাবেক সদস্যসচিব মাহমুদুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।
মন্তব্য করার জন্য লগইন করুন!