টাঙ্গাইলের শিল্পনগর গোড়াই ইউনিয়নে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হয়।
৬ ডিসেম্বর, শুক্রবার বিকেলে কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শুরু হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আবুল কালাম আজাদ সিদ্দিকী সাবেক এমপি ও শিশু বিষয়ক সম্পাদক জাতীয় নির্বাহী কমিটি বিএনপি।
তাছাড়াও বক্তব্য রাখেন এডভোকেট আব্দুর রউফ, খন্দকার সালাউদ্দিন আরিফ ও খন্দকার আনোয়ার পারভেজ শাহ আলম।
খন্দকার নুরুল ইসলাম নুরুর সভাপতিত্বে ও আনিসুর রহমান জুয়েলের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ছাত্রদল যুবদল শ্রমিক দল সহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
উক্ত অনুষ্ঠানে বক্তারা শেখ হাসিনাকে দেশে ফিরত এনে বিচারের দাবি জানান।
তাছাড়া আবুল কালাম আজাদ সিদ্দিকী বলেন, আজ দেশ যেখানে ঐক্যবদ্ধ সেখানে আওয়ামী লীগ দূসররা বিশৃঙ্খলা করার চেষ্টা চালিয়ে যাচ্ছে এই বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।
 লগইন
            
                                
                                    গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে গোড়াই ইউনিয়ন বিএনপি'র সমাবেশ।
                                
                                                    
মন্তব্য করার জন্য লগইন করুন!