ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার উচাখিলা ইউনিয়নের চরাঞ্চলে চোর আতঙ্কে ভুগছেন কৃষকরা। চরাঞ্চলের শস্যভান্ডারখ্যাত এলাকাটির প্রধান পেশা কৃষি। এখানকার উৎপাদিত ফসল উপজেলার সিংহভাগ জনগোষ্ঠীর চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হয়। তবে, সম্প্রতি চোরের দৌরাত্ম্যে স্থানীয় কৃষকরা চরম সমস্যায় পড়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, গত এক সপ্তাহে শুধু উচাখিলা ইউনিয়নের আলাদিয়ার আলগী গ্রাম থেকেই ১০-১২টি বৈদ্যুতিক সেচ মোটর চুরি হয়েছে। এছাড়া, গত তিন মাসে আলাদিয়ার আলগী, রফিয়ার আলগী, চর আলগী, হাশের আলগী, নামাপাড়া এবং মরিচার চরসহ আশেপাশের গ্রামের প্রায় শতাধিক সেচ মোটর চুরি হয়েছে বলে দাবি করেছেন এলাকাবাসী। এই চুরি বৃদ্ধিতে কৃষকরা চরম দুশ্চিন্তায় রয়েছেন।
আলাদিয়ার আলগী গ্রামের কৃষক মানিক মিয়া বলেন, “গত শুক্রবার আমার সেচ পাম্পটি চুরি হয়ে গেছে। এতে আমার ৪ একর জমিতে সেচের সংকটে পড়েছি। দিন দিন চুরির ঘটনা বেড়ে চলেছে, আমরা এর প্রতিকার চাই।”
একই গ্রামের আরেক কৃষক শফিকুল আলম জানান, "পানি সেচ দিতে ভয়ে আছি। মোটর সংযোগ করলেই নিয়ে যাচ্ছে চোর। চার দিন আগে আমাদের একটি মোটর নিয়ে গেছে। ওই সেচ পাম্পের আওতায় ৫ একর জমিতে বোরো ধান চাষ হচ্ছে, এখন সেচ নিয়ে সমস্যায় পড়েছি।"
রফিয়ার আলগী গ্রামের বাসিন্দা আবু সাঈদ বলেন, “আমার তিনটি মোটর চুরি করে নিয়ে গেছে। আমাদের আশপাশের অন্তত আরও ১০ জন কৃষকের মোটর চুরি হয়েছে। আমরা প্রশাসনের হস্তক্ষেপ চাই।”
এ বিষয়ে উচাখিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আনোয়ারুল হাসান খান সেলিম জানান, “আমার ইউনিয়নে সেচ মোটর চুরির ঘটনা তীব্র আকার ধারণ করেছে। আমি বিষয়টি উপজেলা আইনশৃঙ্খলা সভায় একাধিকবার উত্থাপন করেছি। পুলিশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে, তবে চুরি থামছে না। মনে হচ্ছে, এই চোর চক্রটি বেশ বড়।”
পুলিশের সাম্প্রতিক অভিযানে উচাখিলা ইউনিয়নের বালিহাটা গ্রাম থেকে সেচ মোটর চুরির ঘটনায় ইয়ামিন এবং সোহাগী ইউনিয়নের বৃ-কাঠালিয়া গ্রাম থেকে একজন সিলিং ফ্যান চোরকে হাতেনাতে ধরা হয়েছে। তাদের আদালতে সোপর্দ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবায়দুর রহমান বলেন, "চুরির ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করা হয়েছে। রিমান্ড মঞ্জুর হলে তাদের জিজ্ঞাসাবাদ করে চোর চক্রের মূল হোতাদের বের করার চেষ্টা করা হবে। এছাড়া, কৃষকদের সচেতন করতে বিট পুলিশিং সভা আয়োজনের উদ্যোগ নেয়া হবে।"
চরাঞ্চলের কৃষকরা প্রশাসনের কার্যকরী পদক্ষেপের মাধ্যমে সেচ মোটর চুরি বন্ধের দাবি জানিয়েছেন, যাতে তারা নির্বিঘ্নে তাদের কৃষি কার্যক্রম চালিয়ে যেতে পারেন।
মন্তব্য করার জন্য লগইন করুন!