দেশের বিভিন্ন মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি থাকা জঙ্গিসহ প্রায় ৭০০ আসামি এখনো পলাতক রয়েছে বলে জানিয়েছেন কারা অধিদপ্তরের মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন।
মঙ্গলবার (২৬ আগস্ট) রাজধানীতে এক সংবাদ সম্মেলনে তিনি জানান, সম্প্রতি লুট হওয়া ২৮টি অস্ত্র উদ্ধারে জোর তৎপরতা চলছে। এরই মধ্যে অস্ত্র উদ্ধারে সহযোগিতা করতে পারলে পুরস্কার ঘোষণা করা হয়েছে।
তিনি আরও বলেন, মাদকবিরোধী অভিযানে কারা অধিদপ্তর কঠোর অবস্থানে রয়েছে। একই সঙ্গে কারাগারের ভেতরে বন্দিদের জন্য সহায়ক পরিবেশ ফিরিয়ে আনতে নানামুখী উদ্যোগ নেওয়া হয়েছে।
ধারণক্ষমতার চেয়ে বেশি বন্দি থাকার কারণে নতুনভাবে ২টি কেন্দ্রীয় কারাগার এবং ৪টি জেলা কারাগার চালু করা হয়েছে বলেও জানান তিনি।
এ সময় ব্রিগেডিয়ার জেনারেল মোতাহের হোসেন বলেন, নারায়ণগঞ্জে বন্দিদের জন্য একটি আধুনিক কেন্দ্রীয় কারা হাসপাতাল নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া বন্দিরা মাঝে মধ্যেই সরাসরি কারা মহাপরিদর্শকের সঙ্গে ফোনে কথা বলে বিভিন্ন বিষয়ে অভিযোগ ও প্রস্তাব জানাচ্ছেন।
মন্তব্য করার জন্য লগইন করুন!