আজ ২৯ জানুয়ারি, একাদশ জাতীয় সংসদের মেয়াদ শেষ হচ্ছে। আগামীকাল ৩০ জানুয়ারি থেকে শুরু হবে দ্বাদশ জাতীয় সংসদের যাত্রা। এদিন বিকাল ৩টায় বসবে সংসদের প্রথম অধিবেশন।
দ্বাদশ সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়ে টানা চতুর্থবারের মতো সরকার গঠন করেছে আওয়ামী লীগ। একাদশ সংসদের মতো এবারও দলটি স্পিকার হিসেবে ড. শিরীন শারমিন চৌধুরী ও ডেপুটি স্পিকার পদে শামসুল হক টুকুকে মনোনীত করেছে। সংসদে আওয়ামী লীগের একক সংখ্যাগরিষ্ঠতা থাকায় এবারও ভোটে তারা বিজয়ী হবেন।
প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আহমেদ ভাষণ দেবেন। এছাড়াও স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচিত করা হবে।
দ্বাদশ সংসদে আওয়ামী লীগের সদস্য সংখ্যা ২২৩, স্বতন্ত্র সদস্য সংখ্যা ৬২, জাতীয় পার্টির সদস্য সংখ্যা ১১, জাতীয় সমাজতান্ত্রিক দলের সদস্য সংখ্যা ১, ওয়ার্কার্স পার্টির সদস্য সংখ্যা ১ এবং কল্যাণ পার্টির সদস্য সংখ্যা ১।
দ্বাদশ সংসদের প্রথম অধিবেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ অধিবেশনে সংসদের কার্যপ্রণালী ও কার্যবিধির চূড়ান্ত অনুমোদন দেওয়া হবে। এছাড়াও, সরকারের আগামী এক বছরের কর্মসূচির রূপরেখা তুলে ধরা হবে।
মন্তব্য করার জন্য লগইন করুন!