চাঁদপুর শহরে হৃদয়বিদারক এক ঘটনায় রেলওয়ে লেক থেকে আল-আমিন (১৬) নামে এক স্কুলছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার (১২ জুলাই) রাত ৯টার পর শহীদ মুক্তিযোদ্ধা সড়কের পাশে অবস্থিত লেক থেকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আল-আমিন সদ্য এসএসসি পাস করেছিল চাঁদপুর গনি আদর্শ স্কুল থেকে। তার বাড়ি রাজরাজেশ্বর ইউনিয়নে হলেও পরিবার বর্তমানে চাঁদপুর শহরের মমিনপাড়ায় বসবাস করছে। আল-আমিন ছিলেন রাজরাজেশ্বর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক রমজান আলী প্রধানিয়ার ছেলে।
পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, বিকেলে আল-আমিন বাড়ি থেকে বের হয়ে শহরের হাসান আলী হাই স্কুলের পাশে ‘অঙ্গীকার’ মুক্তিযুদ্ধ ভাস্কর্যের কাছে কয়েকজন সহপাঠীর সঙ্গে সময় কাটাচ্ছিল।
কিছুক্ষণ পরেই হঠাৎ তার নিথর দেহ ভেসে ওঠে লেকের পানিতে। হাসপাতালে নেওয়ার পর পরিবারের সদস্যরা তার শরীরে আঘাতের চিহ্ন দেখতে পান।
ঘটনার পরপরই চাঁদপুর মডেল থানা পুলিশ তাৎক্ষণিকভাবে আল-আমিনের সঙ্গে থাকা ৭ সহপাঠী — মামুন, দিদার গাজী, জাহেদ, দিদার ইসলাম, মঈন ইসলাম, শামীমসহ — তাদেরকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে।
নিহতের পরিবার দাবি করেছে, এটি কোনো দুর্ঘটনা নয়, বরং কিশোর গ্যাংয়ের সদস্যরা পূর্বপরিকল্পিতভাবে তাকে হত্যা করে লাশ লেকে ফেলে দেয়। তারা দ্রুত ঘটনার তদন্ত করে দোষীদের চিহ্নিত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
ঘটনার পর হাসপাতালে ভিড় করেন স্বজন ও এলাকাবাসী। কান্নায় ভারী হয়ে ওঠে হাসপাতাল চত্বরের পরিবেশ। খবর পেয়ে চাঁদপুর মডেল থানার ওসি বাহার মিয়াসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করেন এবং পরিবারের সঙ্গে কথা বলেন।
এ ঘটনায় চাঁদপুর জুড়ে নেমে এসেছে শোকের ছায়া।
মন্তব্য করার জন্য লগইন করুন!