BDCN24 হল সংবাদ, মতামত এবং বিনোদনের জন্য একটি বাংলাদেশ ভিত্তিক মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম। এটি পাঠক এবং শ্রোতাদের রাখার জন্য একটি ২৪/৭/৩৬৫ এর প্ল্যাটফর্ম
মোঃ শরিফ হোসেন, নিজস্ব প্রতিনিধি:লক্ষ্মীপুরের রায়পুরে হত্যা মামলার প্রধান আসামি কিশোর গ্যাং নেতা জোবায়ের হোসেনকে (২৩) গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে (২৪ অক্টোবর) চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর টার্মিনাল থেকে তাকে গ্রেফতার করে রায়পুর থানায় নিয়ে আসে রায়পুর থানার সুযোগ্য চৌকস এসআই মো. জামাল হোসেন, এএসআই সফিক ও কনস্টেবল রেজাউল।এ মামলায় এরইমধ্যে তিনজন কারাগারে আছেন, চারজন উচ্চ আদালত থেকে জামিনে রয়েছেন এবং দুইজন পলাতক রয়েছে বলে জানায় পুলিশ।গ্রেফতার হওয়া জোবায়ের হোসেন রায়পুরের চরআবাবিল ইউনিয়নের উদমারা গ্রামের বাসিন্দা ও দিনমজুর নিহত জাহাঙ্গির হোসেন হত্যা মামলার প্রধান আসামি এবং কিশোর গ্যাং প্রধান। তিনি একই গ্রামের আবদুর রহিমের ছেলে। গ্রেফতারের সময় সৌদি আরব পালানোর উদ্দেশ্যে রাতের ফ্লাইটে যাত্রার প্রস্তুতি নিচ্ছিলেন।মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মো. জামাল হোসেন জানান, ৩ এপ্রিল সন্ধ্যা ৭টার দিকে ঢিল মারাকে কেন্দ্র করে উদমারা গ্রামে এলাহী বক্স পাটওয়ারি বাড়ির সামনে সংঘর্ষের ঘটনা ঘটে। জোবায়েরের নেতৃত্বে সন্ত্রাসীরা নিহত জাহাঙ্গিরের বসতঘরে হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে জাহাঙ্গির ও তার পরিবারের চারজনকে কুপিয়ে জখম করে। অবস্থার অবনতি হওয়ায় সবাইকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা যান জাহাঙ্গির হোসেন।এ ঘটনায় নিহতের স্ত্রী রাজিয়া বেগম বাদী হয়ে রায়পুর থানা মামলা নং: ০৮(১০)২৫ অনুযায়ী জোবায়েরসহ ৯ জনের নাম উল্লেখ করে এবং ১০-১৫ জন অজ্ঞাতনামাকে আসামি করে সিনিয়র জুডিশিয়াল আদালতে মামলা দায়ের করেন।এএসআই সফিক জানান, “আসামিকে ধরতে আমরা দীর্ঘদিন ধরে নজরদারি করেছি। আইনশৃঙ্খলা রক্ষা ও এলাকায় নিরাপত্তা ফিরিয়ে আনতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।”ঘটনার পর গত ১২ এপ্রিল কিশোর গ্যাংয়ের সদস্যদের দ্রুত গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে ভুক্তভোগী পরিবারসহ স্থানীয়রা। তাদের অভিযোগ—জোবায়েরের নেতৃত্বে কিশোর গ্যাংয়ের অত্যাচারে দীর্ঘদিন অতিষ্ঠ ছিলো এলাকাবাসী।