লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে আধিপত্য বিস্তার ও মাদক ব্যবসা নিয়ন্ত্রণকে কেন্দ্র করে আবুল কালাম জহির (৫০) নামে বিএনপির এক ওয়ার্ড সম্পাদককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (১৫ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে চন্দ্রগঞ্জ ইউনিয়নের পশ্চিম লতিফপুর গ্রামে সড়কের ওপর এ ঘটনা ঘটে। মরদেহের পাশে গুলির খোসাও পাওয়া গেছে।
নিহত জহির চন্দ্রগঞ্জ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মোস্তফার দোকান এলাকার সড়কে জহিরকে কুপিয়ে ফেলে পালিয়ে যায় দুর্বৃত্তরা। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। একসময় তিনি মাদক ও মাটির ব্যবসার সঙ্গে জড়িত থাকলেও সম্প্রতি স্বাভাবিক জীবনে ফিরছিলেন। ধারণা করা হচ্ছে, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে।
খবর পেয়ে লক্ষ্মীপুর জেলা বিএনপির নেতা শহীদ উদ্দিন চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন করেন এবং স্থানীয়দের সঙ্গে কথা বলেন।
চন্দ্রগঞ্জ থানার ওসি ফয়জুল আজীম বলেন, ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করা হয়েছে। কে বা কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে।
লগইন
চন্দ্রগঞ্জে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা
মন্তব্য করার জন্য লগইন করুন!