মেজর জিয়া তখন গর্জে উঠেছিলেন।
ডা: সাখাওয়াত হাসান জীবন।
ভ্রাম্যমান প্রতিনিধি। বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ডা:সাখাওয়াত হাসান জীবন আজ বানিয়াচং আদর্শ বাজারে বক্তব্য করে এই কথা বলেন।
আদর্শ বাজার বিএনপি দল আয়োজিত বানিয়াচংয়ে ৫ ই আগষ্টের ৯ জন নিহত ও ৫ শতাধিক আহতদের স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা কালে ডা: জীবন বলেন,৭১ পরবর্তী
হত্যা, লুটপাট ও বিচার বহির্ভুত হত্যা হয়েছে। তিনি দীর্ঘদিনের ইতিহাস বলে শেখ হাসিনার সাড়ে ১৫ বছরের দু:শাসনের বর্ণনা করেছেন। তিনি বলেন ১৫ বছর আন্দোলন করে অনেকে জেল খেটেছে। কিন্তু জুলাই আগষ্টের বৈষম্য বিরোধী আন্দোলনের
\
কোন অফিস ছিলো না, নেতা ছিলো না, ১৫ শত প্রাণ হরণ ও হাজার হাজার আহতদের বিনিময়ে নতুন স্বাধীনতা এসেছে। এই স্বাধীনতার অমর্যদা করা যাবে না। বিএনপির দেশ গঠনের ৩১ দফার বিবরণ করে তিনি বলেন, দেশের মানুষের অর্থনৈতিক,সামাজিক, শিক্ষা, স্বাস্থ্য সহ মৌলিক অধিকার রক্ষায় বিএনপি কাজ করে যাবে। তিনি আগামী দিনে বিএনপির সাথে থাকার জন্য জনসাধারণের প্রতি আহবান জানান। হানু মিয়ার সভাপতিত্বে সভায় বক্তৃতা করেন বিএনপির বানিয়াচং উপজেলার সভাপতি মুজিবুল হোসেন, সহসভাপতি মোস্তফা আল হাদি, সাধারণ সম্পাদক
নকীব ফজলে রকিব মাখন, সাবেক সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন, সাবেক চেয়ারম্যান গিয়াসউদ্দিন প্রমূখ। সভা শেষে নিহত ও আহতদের জন্য দোয়া ও মোনাজাত করা হয়।
মন্তব্য করার জন্য লগইন করুন!