BDCN24 হল সংবাদ, মতামত এবং বিনোদনের জন্য একটি বাংলাদেশ ভিত্তিক মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম। এটি পাঠক এবং শ্রোতাদের রাখার জন্য একটি ২৪/৭/৩৬৫ এর প্ল্যাটফর্ম
ইমরান হক বাপ্পি।। চাঁদপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন বলেছেন, সমবায় সমিতির মূল উদ্দেশ্য হলো আত্মনির্ভরশীল হওয়া। আমাদের জেলা সমবায় অফিসার প্রতিটি অফিসে গিয়ে খবরা-খবর নিতে হবে। আজকের এই সমবায় দিবস পালনের মূল বিষয় হলো গ্রামে গঞ্জের মানুষকে উদ্বুদ্ধ করা। সমবায়ীদের উদ্বুদ্ধ করে ঋণ নিতে এবং আত্মনির্ভরশীল হতে পারে। সমবায় বিভাগের ভালো পদক্ষেপ থাকলে এবং ভালো কাজ করতে পারলে আরো উন্নয়ন হতো।শনিবার (২ নভেম্বর) “সমবায়ে গড়বো দেশ, বৈষম্যহীন বাংলাদেশ” ৫৩তম জাতীয় সমবায় দিবস-২০২৪ উপলক্ষে চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ে সম্মেলন কক্ষে চাঁদপুর জেলা প্রশাসন, সমবায় বিভাগ ও সমবায়ীবৃন্দের আয়োজনে র্যালিও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।