BDCN24 হল সংবাদ, মতামত এবং বিনোদনের জন্য একটি বাংলাদেশ ভিত্তিক মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম। এটি পাঠক এবং শ্রোতাদের রাখার জন্য একটি ২৪/৭/৩৬৫ এর প্ল্যাটফর্ম
মোহাম্মদ হাবীব উল্যাহ্ চাঁদপুরের হাজীগঞ্জে রাষ্ট্রীয় বীমা প্রতিষ্ঠান "জীবন বীমা কর্পোরেশন" এর ১০ লাখ ৬৫ হাজার ৩৫৪ টাকার একটি চেক মৃত আব্দুল বারেকের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। সোমবার (১১ ডিসেম্বর) দুপুরে বাকিলা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এ চেকটি হস্তান্তর করা হয়।অনুষ্ঠানে বাকিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মিজানুর রহমান মিলন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চেকটি তুলে দেন। এ সময় জীবন বীমা কর্পোরেশন, হাজীগঞ্জ শাখার উন্নয়ন ম্যানেজার (ইনচার্জ) মো. আবুল ফারাহ মজুমদার ও উন্নয়ন অফিসার সুমন সরকার, নমিনির স্বামী বাচ্চু তপদার, বীমা গ্রহণকারী মৃত আব্দুল বারেকের স্ত্রী ও সন্তানদের মধ্যে তিন মেয়ে শিশুসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।উল্লেখ্য, হাজীগঞ্জের বাকিলা ইউনিয়নের রাধাসার গ্রামের বাচ্চু তপদারের ছেলে আব্দুল বারেক সৌদিআরব প্রবাসী ছিলেন। তিনি অবিবাহিত অবস্থায় সরকারি বীমা প্রতিষ্ঠান "জীবন বীমা কর্পোরেশন" এর হাজীগঞ্জ শাখায় একটি পেনশন বীমা করেন। ওই বীমায় তিনি নমিনি হিসাবে তার মা হাসমতি বেগমকে মনোনিত করেন। কিছুদিন পূর্বে তিনি মা, বাবা, স্ত্রী ও তিন মেয়ে শিশু সন্তান রেখে মারা যান। এরপর আব্দুল বারেকের মৃত্যুর বিষয়টি অবহিত করে প্রয়োজনীয় কাগজপত্র জীবন বীমা কর্পোরেশন, হাজীগঞ্জ শাখায় জমা দেয় তার পরিবারের লোকজন।কাগজপত্র জমা দেওয়ার মাত্র দুই মাসের মধ্যেই মৃত আব্দুল বারেকের ১০ লাখ ৬৫ হাজার ৩৫৪ টাকার একটি ব্যাংক চেক তার মা ও বীমার নমিনি হাসমতি বেগমের হাতে তুলে দেয়, জীবন বীমা কর্পোরেশন।এদিকে সল্প সময়ের মধ্যে বীমার মৃত্যু দাবীর টাকা পেয়ে কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ধন্যবাদ জানান, মৃত আব্দুল বারেকের মা, বাবা ও স্ত্রী। এছাড়াও জীবন বীমা কর্পোরেশনে কর্মকর্তাদের ধন্যবাদ জানান, ইউপি চেয়ারম্যান মো. মিজানুর রহমান মিলন।