BDCN24 হল সংবাদ, মতামত এবং বিনোদনের জন্য একটি বাংলাদেশ ভিত্তিক মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম। এটি পাঠক এবং শ্রোতাদের রাখার জন্য একটি ২৪/৭/৩৬৫ এর প্ল্যাটফর্ম
হবিগঞ্জ ২ বানিয়াচং আজমিরীগঞ্জ আসনে জাপা মনোনীত প্রার্থী শংকর পাল নির্বাচন থেকে সরে দাড়িয়েছেন। তিন জাপা কেন্দ্রীয় কমিটির সমবায় বিষয়ক সম্পাদক ও হবিগঞ্জ জেলার সাবেক সাধারণ সম্পাদক। গতকাল সোমবার তিনি বলেন,নির্বাচনে সুষ্ঠু পরিবেশের অভাব রয়েছে। আছে ক্ষমতাসীনদের পেশী শক্তির প্রভাব। দেশের বিভিন্ন স্থানে যে ভাবে সংঘাত সংঘর্ষ চলছে তাতে নিজের ও সমর্থকদের জানমাল রক্ষা করা কঠিন। তাই বানিয়াচং আজমিরীগঞ্জে প্রচারণা থেকে বিরত রয়েছি। ইতিমধ্যে সমর্থকদের জানিয়ে দিয়েছেন লাঙ্গল ছাড়া তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে।হবিগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী ও শিল্পপতি শংকর পাল বলেন, প্রয়াত রাষ্ট্রপতি এইচ এম এরশাদ ও তার গড়া জাতীয় পার্টিকে ভালোবাসি বলে এখনো দল করি। জাতীয় পার্টির মনোনয়ন নিয়ে আওয়ামীলীগের সমর্থীত পোষ্টার ছাপিয়ে ভোট চাওয়ার লোক আমি না। তাহলে দলের অবস্থান কোথায় থাকলো? আওয়ামী লীগের সমর্থন নিয়ে সাধারণ মানুষের ভোট পাওয়া যাবে না। তিবি দলের শীর্ষ নেতাদের সমালোচনা করে বলেন,গত নির্বাচনে আমার এজেন্ট কে নানা ভাবে নাজেহাল করা হয়েছে। কোন কারণ ছাড়াই দোকান থেকে পুলিশ ধরে নিয়ে গেছে। এর জবাব আজও পাইনি।এবারের নির্বাচনে ও যে তা হবে না। এর নিশ্চয়তা কোথায়? সম্প্রতি হবিগঞ্জে নির্বাচন কমিশনার আনিছুর রহমানের সাথে মতবিনিময় কালে বলছি,নির্বাচন করতে হইনি,স্বাক্ষী হয়ে দেখতে চাই,আপনারা কতটুকু সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করছেন। যদি নিরপেক্ষ নির্বাচন হয়। তাহলে আগামী নির্বাচনে প্রতিদ্বন্দিতা করবো। নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, এ আসনে আওয়ামী লীগ, একই দলের স্বতন্ত্র প্রার্থী সহ মোট ৯ জন প্রতিদ্বন্দিতা করছেন।