BDCN24 হল সংবাদ, মতামত এবং বিনোদনের জন্য একটি বাংলাদেশ ভিত্তিক মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম। এটি পাঠক এবং শ্রোতাদের রাখার জন্য একটি ২৪/৭/৩৬৫ এর প্ল্যাটফর্ম
মুন্সীগঞ্জ-৩ আসনের মিরকাদিমে এক নৌকার কর্মীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। রোববার (৭ জানুয়ারি) সকালে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মিরকাদিম পৌরসভার টেংগোর এলাকায় সকাল ৯টার দিকে ঝিল্লুর নামে এক নৌকার কর্মীর মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, ঝিল্লুরের শরীরে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে হত্যা করা হয়েছে। তবে হত্যার কারণ ও কারা হত্যা করেছে তা নিয়ে এখনও কোনো নিশ্চিত তথ্য জানা যায়নি।তিনি জানান, মরদেহ উদ্ধার করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে হত্যার কারণ ও কারা হত্যা করেছে তা জানা যাবে।এদিকে হত্যাকাণ্ডের পর ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। ঘটনাস্থলে হাজির হয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করেছেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা।নিহত ঝিল্লুর মিরকাদিম পৌরসভার টেংগোর এলাকার বাসিন্দা। তিনি মিরকাদিম পৌরসভা নির্বাচনে নৌকার মনোনীত প্রার্থীর সমর্থক ছিলেন।ওসি মো. আমিনুল ইসলাম বলেন, হত্যাকাণ্ডের ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।