BDCN24 হল সংবাদ, মতামত এবং বিনোদনের জন্য একটি বাংলাদেশ ভিত্তিক মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম। এটি পাঠক এবং শ্রোতাদের রাখার জন্য একটি ২৪/৭/৩৬৫ এর প্ল্যাটফর্ম
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৪ উপলক্ষে হাজীগঞ্জ উপজেলার ৮৮টি কেন্দ্রের ভোটগ্রহণ কর্মকর্তাদের (প্রিজাইডিং অফিসার) প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) বিকালে হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল এন্ড কলেজের হলরুমে প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হয়।সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার কামরুল হাসান। তিনি বলেন, আগামী ৩০ ডিসেম্বর অনুষ্ঠিতব্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে প্রশিক্ষণ সভা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রিজাইডিং অফিসারদের প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে তারা নির্বাচনী আইন-কানুন ও বিধি-বিধান সম্পর্কে জানতে পারবেন এবং নির্বাচন সঠিকভাবে পরিচালনা করতে পারবেন।সভায় বিশেষ অতিথি হিসাবে আইন-শৃঙ্খলা বিষয়ে বক্তব্য দেন, পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম। তিনি বলেন, নির্বাচনের দিন আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশ সর্বাত্মক চেষ্টা করবে। ভোটগ্রহণ কেন্দ্রে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে তাৎক্ষণিকভাবে পুলিশকে অবহিত করতে হবে।সভায় ভোটগ্রহণসহ নির্বাচনের সংক্রান্ত আলোচনা করেন, জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ তোফায়েল হোসেন। তিনি বলেন, প্রিজাইডিং অফিসারদের নির্বাচনের দিন সময়মতো কেন্দ্রে উপস্থিত থাকতে হবে। ভোটারদের ভোট দিতে সহায়তা করতে হবে। ভোটগ্রহণ সংক্রান্ত কোনো অভিযোগ থাকলে তাৎক্ষণিকভাবে রিটার্নিং অফিসারের কাছে জানাতে হবে।উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার তাপস শীলের সভাপতিত্বে এবং সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান মানিকের উপস্থাপনায় আলোচনা সভায় উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. ফারুক হোছাইন ও হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আব্দুর রশিদসহ অন্যান্য সরকারি কর্মকর্তাসহ নির্বাচনের ভোটগ্রহণ কর্মকর্তারা (প্রিজাইডিং অফিসার) উপস্থিত ছিলেন।