BDCN24 হল সংবাদ, মতামত এবং বিনোদনের জন্য একটি বাংলাদেশ ভিত্তিক মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম। এটি পাঠক এবং শ্রোতাদের রাখার জন্য একটি ২৪/৭/৩৬৫ এর প্ল্যাটফর্ম
ছেলেদের সাফে ড্রয়ের পর একদিনের ব্যবধানে মেয়েদের সাফ ফুটসালে ভারতের বিপক্ষে দারুণ জয় পেল বাংলাদেশ। অধিনায়ক সাবিনা খাতুনের জোড়া গোলের নৈপুণ্যে নারী সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপে ৩-১ ব্যবধানে জিতেছে লাল-সবুজের দল।Details (বিস্তারিত):থাইল্যান্ডের ইনডোর স্টেডিয়াম হুয়ামার্কে নিজেদের প্রথম ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে বাংলাদেশ। ম্যাচের ৮ মিনিটে কৃষ্ণা রানী সরকারের সঙ্গে এক-দুই পাস খেলেই ভারতীয় গোলরক্ষককে পরাস্ত করে প্রথম গোল করেন সাবিনা খাতুন।গোল পাওয়ার পর আত্মবিশ্বাস আরও বেড়ে যায় বাংলাদেশের। বিরতির আগে আবারও কৃষ্ণার পাস থেকে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন সাবিনা। ফলে প্রথমার্ধ শেষ হয় ২-০ ব্যবধানে।দ্বিতীয়ার্ধেও খেলার নিয়ন্ত্রণে রাখে বাংলাদেশ। পাল্টা আক্রমণে মাসুরা পারভীনের লম্বা পাস পেয়ে গোলরক্ষকের ফাঁক দিয়ে বল জালে পাঠান মাতসুশিমা সুমাইয়া। এতে ব্যবধান দাঁড়ায় ৩-০।এরপর ভারত আক্রমণ বাড়ালেও দৃঢ়তা দেখান বাংলাদেশের গোলরক্ষক স্বপ্না আক্তার ঝিলি। একাধিক সুযোগ নষ্ট করে ভারত। শেষ দিকে আরিয়া মোরে একটি গোল শোধ করলেও জয় নিশ্চিত করেই মাঠ ছাড়ে বাংলাদেশের মেয়েরা।