BDCN24 হল সংবাদ, মতামত এবং বিনোদনের জন্য একটি বাংলাদেশ ভিত্তিক মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম। এটি পাঠক এবং শ্রোতাদের রাখার জন্য একটি ২৪/৭/৩৬৫ এর প্ল্যাটফর্ম
ফরিদগঞ্জে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন ৩য় ধাপে আসছে ২৯ মে অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনে উপজেলা চেয়ারম্যান পদে ২জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করলেও ভাইস চেয়ারম্যান পদে নির্বাচনের মাঠে রয়েছেন ৩ জন। ইতোমধ্যেই উপজেলা সদর, পৌর এলাকাসহ বিভিন্ন ইউনিয়নের পাড়ামহল্লায় নির্বাচনের আমেজ শুরু হয়েছে। ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীদের মধ্যে একজন সাবেক ছাত্রনেতা ও সমাজসেবক আকবর হোসেন মনির।আটঘাট বেঁধে তরুন সমাজসেবক ও সাবেক ছাত্রনেতা আকবর হোসেন মনিরের (তালা প্রতীকের )’র সমর্থনে মাঠে নেমেছেন নেতাকর্মীরা। জেলা রির্টানিং কর্মকর্তার কার্যালয় থেকে (১৩ মে) প্রতীক বরাদ্দের পর থেকেই দলমত ধর্ম-বর্ণ নির্বিশেষে বিভিন্ন শ্রেণি পেশার মানুষকে আকবর হোসেন মনিরের সমর্থনে প্রচার প্রচারণা করতে দেখা যায়। প্রচার প্রচারণায় দেখা যায় আকবর হোসেন মনিরের তালা প্রতীকের প্রচারণা তুঙ্গে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, চাঁদপুর জেলা পরিষদের সাবেক সদস্য সাইফুল ইসলাম রিপন ফরিদগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী ছিলেন। নিজের দীর্ঘদিনের রাজনৈকিত সহকর্মী আকবর হোসেন মনিরকে উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী করার লক্ষ নিয়ে নির্বাচন থেকে সরে দাঁিড়য়ে তালা প্রতীকের হয়ে মাঠে নেমেছেন তিনি।