BDCN24 হল সংবাদ, মতামত এবং বিনোদনের জন্য একটি বাংলাদেশ ভিত্তিক মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম। এটি পাঠক এবং শ্রোতাদের রাখার জন্য একটি ২৪/৭/৩৬৫ এর প্ল্যাটফর্ম
চাঁদপুর সদর উপজেলা ১০নং লক্ষ্মীপুর মডেল ইউনিয়ন পরিষদের ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের মহিলা ইউপি সদস্য বহুল আলোচিত প্রতারক হাসিনা বেগম প্রতিহিংসা মূলক, উদ্দেশ্যে প্রণিত ভাবে, অন্যদের ফাঁসানোর জন্য গণধর্ষণের মিথ্যা মামলা দায়ের করায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধিত ২০০৩) এর ১৭ ধারায় ইউপি সদস্য হাসিনা বেগম'কে জেলহাজতে প্রেরন করেন বিজ্ঞ আদালত। ১০ জুলাই বুধবার চাঁদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) মোঃ আব্দুল হান্নান এই রায় দেন। জানা যায় ইউপি সদস্য হাসিনা বেগম করোনা কালীন সময় একই এলাকার ৩ জনকে ফাঁসানোর জন্য আসামী করে গনধর্ষনের মামলা দায়ের করেন। তদন্তে ও ডিএনএ পরীক্ষায় ধর্ষনের ঘটনা মিথ্যা প্রমানীত হওয়ায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধিত ২০০৩) এর ১৭ ধারায় হাসিনা বেগমের বিরুদ্ধে মামলা হয়। এই মামলায় ১০ জুলাই বুধবার হাসিনা বেগম স্বেচ্ছায় হাজির হয়ে জামিন আবেদন করলে বিজ্ঞ আদালত তাকে জেল হাজতে প্রেরণ করেন। এই সময় আসামিপক্ষের আইনজীবী এডভোকেট জহিরুল ইসলাম জামিন চাইলে নারী ও শিশু নির্যাতন ট্রাইব্রুনালের এ পিপি এডভোকেট শাওন তার বিরোধিতা করেন।