BDCN24 হল সংবাদ, মতামত এবং বিনোদনের জন্য একটি বাংলাদেশ ভিত্তিক মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম। এটি পাঠক এবং শ্রোতাদের রাখার জন্য একটি ২৪/৭/৩৬৫ এর প্ল্যাটফর্ম
আজ ১৫ ই মে বুধবার সকাল ১১ টায় বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) তে আন্ত:বিভাগ ক্রিকেট টূর্ণামেন্টের উদ্বোধন করা হয়।বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল ফিল্ডে এ উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করেন বরিশাল বিশ্ববিদ্যালয় ক্রিকেট ক্লাব। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র মহোদয়ের পুত্র এবং সিটি কর্পোরেশনের এডভাইজর আবিদুর রহমান সেরনিয়াবাত প্রত্যুষ।এছাড়ায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য ড মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড.তারেক মাহমুদ আবীর, শারিরীক শিক্ষা দপ্তরের পরিচালক ড. আশিক ই ইলাহী এবং বিশ্ববিদ্যালয়ের মাননীয় প্রক্টর ড. মো আব্দুল কাইউম। এছাড়াও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ক্রিকেট ক্লাবের সভাপতি সাকিবুল ইসলাম সহ কমিটির সবাই।বিশেষ অতিথির বক্তব্যে আবিদুর রহমান সেরনিয়াবাত বলেন, খেলাধূলায় যেমন স্বাস্থ্য ও শরীর ভালো থাকে তেমনি মানসিক স্বাস্থ্য ঠিক রাখার জন্য অবশ্যই খেলাধূলায় মনোনিবেশ করা উচিত। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিজেও খেলাধূলা সবসময় পছন্দ করতেন,তিনি তরুনদের সবসময়ই খেলাধূলায় উদ্বুদ্ধ করতেন।বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া বলেন, খেলাধূলা শিক্ষার একটা অংশ, আমরা সবসময়ই চেস্টা করি শিক্ষার্থীদের খেলাধূলায় যথেষ্ট প্রনোদিত করার।