BDCN24 হল সংবাদ, মতামত এবং বিনোদনের জন্য একটি বাংলাদেশ ভিত্তিক মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম। এটি পাঠক এবং শ্রোতাদের রাখার জন্য একটি ২৪/৭/৩৬৫ এর প্ল্যাটফর্ম
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) তিনটি ব্যাচের শিক্ষার্থীদের বরণ করে নিয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ইস্পাহানি পাবলিক স্কুল এন্ড কলেজের সাবেক শিক্ষার্থীদের সংগঠন 'ইস্পাহানিয়ান পরিবার'। মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) দুপুর ১২ টার দিকে ব্যবসায় অনুষদের তৃতীয় তলার হল রুমে এই আয়োজন করা হয়।বিশ্ববিদ্যালয়ের ১২ তম আবর্তনের শিক্ষার্থী মো. রাকিন মাহতাব বনির সঞ্চালনায় যথাক্রমে ১৪ তম, ১৫ তম এবং ১৬ তম আবর্তনের শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।বিশেষ অতিথির বক্তব্যে একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ ওমর ফারুক বলেন, 'একজন ইস্পাহানিয়ান হিসেবে সবসময়ই গর্ববোধ করি। আর আমাদের প্রথম পরিচয় হচ্ছে আমরা একজন ইস্পাহানিয়ান। আমাদের মধ্যকার ইউনিটির জন্যে বুঝাই যায় আমাদের একটা আলাদা স্বতন্ত্রতা রয়েছে এবং সেটাকে ধরে রাখতে হবে। নবীণদের উদ্দেশ্যে একটাই কথা বলবো, আপনারা কলেজের ঐতিহ্য-সংস্কৃতি ও পড়াশোনার মান নিজেদের মধ্যে ধরে রাখবেন।