BDCN24 হল সংবাদ, মতামত এবং বিনোদনের জন্য একটি বাংলাদেশ ভিত্তিক মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম। এটি পাঠক এবং শ্রোতাদের রাখার জন্য একটি ২৪/৭/৩৬৫ এর প্ল্যাটফর্ম
ইয়াসির আরাফাত (বশেফমুবিপ্রবি প্রতিনিধি): বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেফমুবিপ্রবি) রিনিউয়েবল এনার্জি রিসার্চ সেন্টারের (আরইআরসি) উদ্যোগে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের শিক্ষার্থীদের তৈরি 'অফ গ্রিড সোলার সিস্টেম' প্রজেক্ট উদ্বোধন হয়েছে৷রবিবার (২৬ মে) সকাল ১১টায় একাডেমিক ভবনে ইইই বিভাগের ল্যাব কক্ষে উপাচার্য প্রফেসর ড. মো. কামরুল আলম খান উক্ত প্রজেক্ট উদ্বোধন করেন৷ইইই বিভাগের প্রভাষক ও আরইআরসি এর উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) মো. মাহফুজুল হকের তত্ত্বাবধানে ৪র্থ বর্ষের শিক্ষার্থী রাবেয়া খান, আমান উল্ল্যাহ ৩য় বর্ষের নাদিরা ফারজানা, তানভীর আহাম্মেদ দ্বীপ, রেদোয়ান বিন আকরাম, সামাতুন মীম, মো.তানভীর ও জাহিদা আক্তার জীমের টিমসহ ইইই বিভাগের শিক্ষার্থীরা এ প্রজেক্ট তৈরি করেন৷এ পদ্ধতিতে .৫ কিলোওয়াট ডিসি এবং এসি উভয় লোডে বিদ্যুৎ চলতে সক্ষম। সারাদিন এবং রাতে ৪-৬ ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ করতে সক্ষম হবে এই সিস্টেমটি৷