BDCN24 হল সংবাদ, মতামত এবং বিনোদনের জন্য একটি বাংলাদেশ ভিত্তিক মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম। এটি পাঠক এবং শ্রোতাদের রাখার জন্য একটি ২৪/৭/৩৬৫ এর প্ল্যাটফর্ম
মৌলভীবাজার সদর উপজেলার নাজিরাবাদ ইউনিয়নের ছিকরাইলে শীতের আগমনে জমে উঠেছে এক ভিন্ন আয়োজন। হাইল হাওরপারের একটি মাছের খামারের পাশে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে দুই শতাধিক খেজুরগাছ। এসব গাছে মাটির হাঁড়ি ঝুলিয়ে খেজুরের রস সংগ্রহের ব্যস্ততায় দিন কাটাচ্ছেন গাছিরা। ভোরবেলা টাটকা রসের স্বাদ নিতে দূরদূরান্ত থেকে ছুটে আসছেন দর্শনার্থীরা।রোববার দুপুরে সরেজমিনে হাইল হাওরপারের এই খেজুরবাগানে গিয়ে দেখা যায়, বিশাল পুকুরপাড়ে সারি বেঁধে দাঁড়িয়ে থাকা খেজুরগাছগুলো যেন শীতের রোদে নিজেদের মেলে ধরেছে। গাছের গলায় ঝোলানো মাটির হাঁড়ি ঢেকে রাখা হয়েছে নেট দিয়ে, যাতে বাদুড় কিংবা অন্য প্রাণী রস খেতে না পারে। গাছিরা বাটালি দিয়ে গাছের নির্দিষ্ট অংশ ছেঁচে হাঁড়ি বাঁধার কাজে ব্যস্ত।