BDCN24 হল সংবাদ, মতামত এবং বিনোদনের জন্য একটি বাংলাদেশ ভিত্তিক মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম। এটি পাঠক এবং শ্রোতাদের রাখার জন্য একটি ২৪/৭/৩৬৫ এর প্ল্যাটফর্ম
ফরিদপুরের চরভদ্রাসনে আগামী উপজেলা পরিষদ নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশে প্রতিদ্বন্দ্বিতা নিশ্চিত করতে প্রার্থীদের সাথে নির্বাচনি আচরণ বিধিমালা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।বুধবার (২৪ এপ্রিল) দুপুর ১২টার দিকে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফয়সল বিন করিমের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহনাজ পারভীন বিথী আইনশৃঙ্খলা ও আচরণ বিধিমালা বিষয়ে বক্তব্য রাখেন। উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা কাজী হেকমত আলী নির্বাচনি আচরণ বিধিমালা পাঠ করে শুনান।প্রার্থীদের মধ্যে বক্তব্য রাখেন চেয়ারম্যান প্রার্থী মো. আনোয়ার আলী মোল্যা, মোতালেব হোসেন মোল্যা, মো. খবীর উদ্দিন, ভাইস চেয়ারম্যান প্রার্থী কাউছার হোসেন, মোশারফ হোসেন, মো. সামসুদ্দিন মোল্লা, মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী তানজিলা আকতার, রওশন আরা পারভিন প্রমুখ।