BDCN24 হল সংবাদ, মতামত এবং বিনোদনের জন্য একটি বাংলাদেশ ভিত্তিক মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম। এটি পাঠক এবং শ্রোতাদের রাখার জন্য একটি ২৪/৭/৩৬৫ এর প্ল্যাটফর্ম
মধ্যপ্রাচ্যের আকাশসীমায় নতুন করে সামরিক ভারসাম্যের আলোচনায় এসেছে ইরান। সম্প্রতি দেশটির আকাশে পুরোনো হলেও কার্যকর মিগ–২৯ যুদ্ধবিমান দেখা যাওয়ায় আন্তর্জাতিক পর্যায়ে নানা জল্পনা তৈরি হয়েছে। ধারণা করা হচ্ছে, এটি রাশিয়ার সম্ভাব্য নতুন চালানের অংশ হতে পারে। যদিও স্বতন্ত্র আন্তর্জাতিক কোনো সূত্র তা নিশ্চিত করেনি, তবে ইরানের রাষ্ট্রীয় সংস্থা তাসনিম মিগ–২৯ এর উড্ডয়ন নিশ্চিত করেছে।ইরান কয়েক বছর ধরেই রাশিয়ার কাছ থেকে প্রাথমিকভাবে ৩৬–৪৮টি এসইউ–৩৫এস সিরিজের যুদ্ধবিমান সংগ্রহে আগ্রহ দেখাচ্ছিল। কিন্তু ইউক্রেন যুদ্ধের জটিলতা এবং রুশ বিমানবাহিনীর নিজস্ব প্রয়োজন বেড়ে যাওয়ায় সরবরাহ প্রক্রিয়া বিলম্বিত হয়েছে বলে মনে করা হচ্ছে। ফলে সাময়িক সমাধান হিসেবে রাশিয়া ইরানকে কিছু মিগ–২৯ সরবরাহ করতে পারে বলে বিভিন্ন আন্তর্জাতিক রিপোর্টে উল্লেখ রয়েছে। এছাড়া দেশটি চীনের কাছ থেকেও অজানা সংখ্যক জে–১০সিই যুদ্ধবিমান নিতে পারে বলে খবর এলেও বিষয়টি দুই দেশের পক্ষ থেকে নিশ্চিত করা হয়নি।সম্প্রতি ইসরায়েল–ইরান স্বল্পমেয়াদি সংঘাতের সময় ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার কিছু সীমাবদ্ধতা সামনে আসে। ওই সময় কয়েকটি প্রতিরক্ষা ব্যবস্থা সাময়িকভাবে অকার্যকর হয়ে পড়ে। একই সময়ে ইরান নিজস্ব সক্ষমতা ব্যবহার করে ইসরায়েলের বিরুদ্ধে কমব্যাট ড্রোন, ক্রুজ ও ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করে, যা দেশটির উল্লেখযোগ্য প্রযুক্তিগত সক্ষমতা তুলে ধরে।