BDCN24 হল সংবাদ, মতামত এবং বিনোদনের জন্য একটি বাংলাদেশ ভিত্তিক মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম। এটি পাঠক এবং শ্রোতাদের রাখার জন্য একটি ২৪/৭/৩৬৫ এর প্ল্যাটফর্ম
ববি প্রতিনিধি, মাহীর শাহরিয়ার: বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) ভোলা জেলা শিক্ষার্থীদের সংগঠন ভোলা জেলা ছাত্র-ছাত্রী কল্যাণ পরিষদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।সোমবার (২৫ মার্চ) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন -১ এর তৃতীয় তলায় এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া। এছাড়াও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি ড. আবদুল বাতেন চৌধুরী, সাধারণ সম্পাদক তারেক মাহমুদ আবীর, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আব্দুল কাইয়ুম এবং রেজিস্ট্রার মোঃ মনিরুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্য উপাচার্য বলেন, এই ইফতার মাহফিলের মাধ্যম ভোলা জেলার সকলে একত্রিত হতে পেরেছো। এর ফলে তোমাদের সকলের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন সৃষ্টি হবে এবং বিপদে আপদে ভোলা জেলার সবাই একে অপরের পাশে থাকতে পারবে। ভবিষ্যতে তোমাদের মধ্যে যে ভালো সম্পর্ক থাকে এবং একে অপরকে সহযোগিতা করতে পারো এটাই আমার প্রত্যাশা। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও ভোলা জেলা ছাত্র ছাত্রী কল্যাণ পরিষদের উপদেষ্টা মোঃ মনিরুল ইসলাম বলেন, তোমরা একত্রিত হতে পেরেছি দেখে খুশি হয়েছি। বরিশাল বিশ্ববিদ্যালয়ে এক টুকরো ভোলা জেলার প্রতিচ্ছবি দেখতে পারছি। আশা করি ভবিষ্যতে তোমরা ভোলা জেলার জন্য গৌরব বয়ে আনবে।