BDCN24 হল সংবাদ, মতামত এবং বিনোদনের জন্য একটি বাংলাদেশ ভিত্তিক মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম। এটি পাঠক এবং শ্রোতাদের রাখার জন্য একটি ২৪/৭/৩৬৫ এর প্ল্যাটফর্ম
ফরিদগঞ্জ উপজেলার ৮নং পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের ঐতিহ্যবাহী কড়ৈতলী বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির নির্বাচন ২০২৩ উৎসবমূখর ও শান্তিপূর্ন ভাবে অনুষ্ঠিত হয়েছে। সভাপতি নির্বাচিত মোঃ মাসুদ খান, সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন মোঃ মুরাদ হোসেন।শনিবার (৯ সেপ্টেম্বর) সকাল ৯ ঘটিকা সময় হতে দুপুর ২টা পর্যন্ত ১৪৭ জন ভোটারের ভোট গ্রহণ শুরু হয়ে ১৪৫ জন ভোট দিয়ে থাকেন। সভাপতি পদের মোট ১৪৩ ভোট বৈধ হয় এবং ২টি ভোট নষ্ট হয়েছে ।এ পদে ৪ জন প্রতিদ্বন্দ্বীতা করেন, সভাপতি মোঃ মাসুদ আলম খান ৬২ ভোট, মোঃ সেলিম জমাদার ৫৪ ভোট, মোঃ আলমগীর দর্জি ২১ ভোট, মোঃ লোকমান দর্জি ৬ ভোট পেয়ে থাকেন। সাধারণ সম্পাদক পদে ১৪২ ভোট বৈধ হয়। ৩ টি ভোট নষ্ট হয়। সাধারণ সম্পাদক মোঃ মুরাদ হোসেন ১০৬ ভোট, মোঃ নাছির উদ্দিন ২০ ভোট, মোঃ ওমর ফারুক উজ্জল ১৬ ভোট পেয়ে থাকেন। নির্বাচিত সভাপতি ও সম্পাদক সকল ভোটারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ব্যবসায়ী ও বাজারের উন্নয়নের আশ্বাস দেন।নির্বাচনে ফলাফল ঘোষনা করেন ইউপি চেয়ারম্যান ও নির্বাচন কমিশনার শেখ হোসেন আহমেদ রাজন। তিনি বলেন, সুস্থ ও নিরপেক্ষ একটি নির্বাচন হয়েছে, সকল ভোটাররা যথা সময়ে উপস্থিত হয়ে ভোট দিয়েছে, প্রিজাইডিং অফিসার, পুলিশ প্রশাসন, গ্রাম পুলিশ, আহ্বায়ক কমিটি, প্রার্থী ও ভোটাররা যথেষ্ট সহযোগিতা করেছেন আমাকে, তাদের সহযোগিতায় সুন্দর পরিবেশে একটি নির্বাচন পরিচালনা করতে সম্ভব হয়েছে। ১৪৭ জন ভোটারের মধ্যে ১৪৫ জন ভোটার ভোট দেন। সভাপতি পদে ৪ জন আর সম্পাদক পদে ৩ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। সাংগঠনিক সম্পাদক, দপ্তর সম্পাদক ও কোষাধ্যক্ষ্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। নির্বাচিত নতুন কমিটিকে বাজারের ব্যবসায়ী ও দোকান মালিকদের পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়েছে।