BDCN24 হল সংবাদ, মতামত এবং বিনোদনের জন্য একটি বাংলাদেশ ভিত্তিক মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম। এটি পাঠক এবং শ্রোতাদের রাখার জন্য একটি ২৪/৭/৩৬৫ এর প্ল্যাটফর্ম
রংপুর মহানগরের প্রেসক্লাব মার্কেটের একটি দোকান থেকে ৩০ হাজার টাকায় মুঠোফোন কিনে কয়েকদিন পর ডিসপ্লের সমস্যা জানিয়ে ফেরত দিতে গেলে ব্যবসায়ীদের হাতে মারধরের শিকার হয়েছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থী। এ ঘটনার প্রতিবাদে গত সোমবার রাত সাড়ে ৯টার দিকে শিক্ষার্থীরা প্রেসক্লাবের সামনে সড়ক অবরোধ করেন। রাত ১২টা পর্যন্ত চলা এই প্রতিবাদ কর্মসূচিতে পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেওয়া হয়।ঘটনাটি ঘটে সোমবার সন্ধ্যায়। মাহাদী হাসান নামের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী ওই দোকানে মুঠোফোন কিনেছিলেন। কিন্তু ডিসপ্লের সমস্যা দেখা দিলে তিনি ফোনটি পরিবর্তন করতে চান। কিন্তু দোকানদার এতে রাজি হননি। একপর্যায়ে দোকানদার মাহাদীকে মারধর করেন। তার সঙ্গে থাকা আরও দুই শিক্ষার্থী—মোহাম্মদ সৌরভ ও জামশেদ আলী প্রতিবাদ করলে, আশপাশের কয়েকজন দোকানদার তাঁদেরও মারধর করেন।