BDCN24 হল সংবাদ, মতামত এবং বিনোদনের জন্য একটি বাংলাদেশ ভিত্তিক মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম। এটি পাঠক এবং শ্রোতাদের রাখার জন্য একটি ২৪/৭/৩৬৫ এর প্ল্যাটফর্ম
হবিগঞ্জ -২( বানিয়াচং -আজমিরীগঞ্জ) আসনে ৯ জন প্রার্থীর মধ্যে ৭ জনকেই চিনেন না ভোটার গণ। বানিয়াচং উপজেলার বড় বাজারের ব্যবসায়ী জহির উদ্দিন জানু জানতে চান প্রার্থী কত জন! দোকানে উপস্থিত আকন্দ মহল্লার অরুধন মিয়াসহ উপস্থিত ১০ জন ভোটারই স্বতন্ত্র প্রার্থী আব্দুল মজিদ খান ও নৌকার প্রার্থী ময়েজ উদ্দিন শরীফ রুয়েল ছাড়া বাকী ৭ জনকেই চিনেন না বলে জানান। দৌলতপুর গ্রামের আব্দুর নুর বলেন, ২জন প্রার্থীকে চিনি। ৭ জনকে চিনি না। আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ময়েজউদ্দিন শরীফ রুয়েল ও তিন বারের এমপি আব্দুল মজিদ খানের ব্যাপক প্রচার,প্রচারণা চলছে।পোষ্টারে ভরে গেছে হাট বাজার। তবে ৭জন প্রার্থীর পক্ষে গণসংযোগ ও প্রচার প্রচারণা নেই। দেখা হয় গুণই গ্রামের আবুসুফিয়ানের সাথে। তিনি জানতে চান কয়জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন। তিনি ২ জন ছাড়া কাউকে চিনেন না বলে জানান।দুজন প্রার্থীর প্রচারণা জোরে চলছে। স্বতন্ত্র প্রার্থী আব্দুল মজিদ খান তিন বারের এমপি থাকায় তিনি এ আসনে পরিচিত মূখ। কর্মী সমর্থক নিয়ে দিনে রাতে ভোটারদের দোয়ারে ভোট চেয়ে চলেছেন। নৌকার প্রার্থী ময়েজউদ্দিন শরীফ রুয়েল কয়েক বছর ধরে মাঠে কাজ করে যাচ্ছেন। তার পিতা মরহুম শরীফ উদ্দিন এমপির জনপ্রিয়তা কারণে রুয়েলের কপাল খুলে যেতে পারে বলে অনেকেই মনে করছেন। রুয়েল পাড়ায়, মহল্লায় সভা সমাবেশসহ ভোটারদের বাড়ী যাচ্ছেন। তরুন ভোটারদের মধ্যে রুয়েল একটি পরিচিত মূখ। ইতিমধ্যে ১ জন প্রার্থী নির্বাচন থেকে সরে দাড়ালেন।