BDCN24 হল সংবাদ, মতামত এবং বিনোদনের জন্য একটি বাংলাদেশ ভিত্তিক মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম। এটি পাঠক এবং শ্রোতাদের রাখার জন্য একটি ২৪/৭/৩৬৫ এর প্ল্যাটফর্ম
মাহীর শাহরিয়ার, ববি প্রতিনিধিঃ বরিশাল বিশ্ববিদ্যালয়ে(ববি) গ্রাউন্ডফ্লোরে নির্মিত হয়েছে দৃষ্টিনন্দন ফোয়ারা।রোববার সকালে ( ২১ এপ্রিল) দৃষ্টিনন্দন এই ফোয়ারা ও সৌন্দর্যবর্ধন কাজের উদ্বোধন করা হয়।উদ্বোধন করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া।বিশ্ববিদ্যালয়ের গণযোগাগযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক এবং সহকারী প্রক্টর মোঃ ফরহাদ উদ্দীনের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন হলের প্রভোস্ট, শিক্ষক সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, দপ্তর প্রধানসহ শিক্ষক-কর্মকর্তা ও শিক্ষার্থীরা।উদ্বোধনকালে উপাচার্য অধ্যাপক ড. বদরুজ্জামান ভূঁইয়া বলেন, আমরা সুন্দর একটি ক্যাম্পাস নির্মাণ করতে যাচ্ছি। ইতোমধ্যে বেশকিছু উন্নয়মূলক কাজ করেছি।স্মার্ট ক্যাম্পাস বিনির্মানে আমরা বদ্ধপরিকর।পুকুর সংস্কার, হলে রাস্তা সংস্কার,এক নম্বর গেইটের রাস্তা মেরামত,ফুলের বাগান করা,লাইটিং ব্যবস্থা করা সহ বেশকিছু কাজ আমরা করেছি।এমনকি দুই হলের মাঝের পুকুরটিও সংস্কার করে ঘাট নির্মাণের কথা ব্যক্ত করেন তিনি।এসময় বিশ্ববিদ্যালয়ের সকল সংকট নিরসনের জন্য তিনি কাজ করে যাবেন বলে জানানো হয়।দৃষ্টিনন্দন এই ফোয়ারার ব্যপারে লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী তামান্না জমাদার অথৈ বলেন,এটা তো খুব ভালো একটা উদ্যোগ ছিলো। আমি যখন প্রথম ভার্সিটিতে আসি তখন সামনের ওই জায়গাটা দেখতে অনেক বাজে দেখাচ্ছিল। একদম কাগজপত্র ফেলানো, শ্যাওলা পড়া ছিল। আমি তখন আমার ফ্রেন্ডসদের বলতাম যে এখানে যদি একটা আর্টিফিশিয়াল ওয়াটারফল টাইপের কিছু একটা বানানো যায় তাহলে এখানটা দেখতে অনেক সুন্দর হবে তার কিছুদিন পরেই দেখি ভিসি স্যারের নিয়োগের পর স্যার এই উদ্যোগটা নিল। ব্যাক্তিগত ভাবে বিষয়টা আমার কাছে চমৎকার লেগেছে,মাননীয় ভিসি স্যারকে অসংখ্য ধন্যবাদ।