BDCN24 হল সংবাদ, মতামত এবং বিনোদনের জন্য একটি বাংলাদেশ ভিত্তিক মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম। এটি পাঠক এবং শ্রোতাদের রাখার জন্য একটি ২৪/৭/৩৬৫ এর প্ল্যাটফর্ম
মেরিল–প্রথম আলো পুরস্কার ২০২৪ ছিল এক ব্যতিক্রমী আয়োজন। রজতজয়ন্তীর পরের বছরেও এই মহোৎসব ধরে রাখার চ্যালেঞ্জ ছিল বড়। সেই চ্যালেঞ্জে সফলভাবে উত্তীর্ণ হয়েছেন দুই জনপ্রিয় তারকা আফরান নিশো ও তাসনিয়া ফারিণ। এবারই প্রথম এই জুটি উপস্থাপনায় একসঙ্গে এলেন এবং দর্শক মাতালেন অসাধারণ রসায়নে।পুরস্কার বিতরণী অনুষ্ঠানের ‘কাণ্ডারি’ হিসেবে অতীতের মতো এবারও হানিফ সংকেতের নাম প্রথমে ভাবা হলেও, শেষ পর্যন্ত আয়োজনের হাল ধরেন নিশো–ফারিণ। অথচ শুরুটা ছিল সংশয়ে।ফারিণ প্রথমেই বলেন, “আমি তো কখনো উপস্থাপনা করিনি, আমাকে দিয়ে হবে না।”নিশোও বেশ কয়েক বছর ধরে একই কথা বলেই পিছিয়ে গেছেন, “ভাই, আমাকে মাফ করেন।”