BDCN24 হল সংবাদ, মতামত এবং বিনোদনের জন্য একটি বাংলাদেশ ভিত্তিক মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম। এটি পাঠক এবং শ্রোতাদের রাখার জন্য একটি ২৪/৭/৩৬৫ এর প্ল্যাটফর্ম
মতলব প্রতিনিধি ঃ মতলব দক্ষিণ উপজেলায় শাহাপুরে অবৈধ ইট বালূ ব্যবসায়ী রোজ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী খোকন মিয়ার অবৈধ ইট বালূ ব্যবসার কারনে শাহপুর প্রাথমিক বিদ্যালয় শিক্ষাকার্যক্রম ব্যাহত হচ্ছে। তিনি স্কুল গেসে রেখেছেন ইট বালুর স্তুপ। এই ইট বালুর ধুলাবালু বিদ্যালয়ে প্রবেশ করে শিক্ষাকার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। দক্ষিণের বাতাসের সময় স্কুলে প্রবেশ করে ধূলাবালু, যা শিক্ষকদের চোখে মুখে ও ছাত্র-ছাত্রীদের চোখে মুখে প্রবেশ করে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক খোকন মিয়াকে বারবার এই ইট বালু সরিয়ে নিতে বললেও সে তা কর্নপাত করছেন না। সে পেশি শক্তি বলে এই ব্যবসার কার্যক্রম চালিয়ে যাচ্ছে। প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষকরা বলেন, তাদের এই ব্যবসার ধুলাবালু আমাদের চোখে মুখে এসে পরে। আমরা সঠিকভাবে শিক্ষার্থীদের পাঠদান করতে পারছি না। মতলব উপজেলা প্রশাসন এ ব্যাপারে নজরদারী করবেন বলে আমরা আশাবাদী। এ অবৈধ ব্যবসার কারনে দিন দিন শিক্ষার্থীর সংখ্যা কমে যাচ্ছে। এ ব্যাপারে খোকন মিয়া বলেন, আমার ব্যবসা আমি চালিয়ে যাবো। যা পারেন লিখে দেন। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নাজমুন নাহার বলেন, শিক্ষাকার্যক্রমকে ব্যাহত হতে দেওয়া যাবে না। আমরা সরজমিনে তদন্ত করে এর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।