BDCN24 হল সংবাদ, মতামত এবং বিনোদনের জন্য একটি বাংলাদেশ ভিত্তিক মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম। এটি পাঠক এবং শ্রোতাদের রাখার জন্য একটি ২৪/৭/৩৬৫ এর প্ল্যাটফর্ম
নাটোর প্রতিনিধিদোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে ইসরাইলি পণ্য বর্জনের আহ্বান জানিয়ে নাটোরে ফিলিস্তিনি হত্যাযজ্ঞের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে সর্বদলীয় তৌহিদি জনতা। সকাল থেকে শহরের কানাইখালি পুরাতন বাস স্ট্যান্ড এলাকায় সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে সমাবেশে মিলিত হয় সর্বস্তরের মানুষ। বিএনপি, জামায়াত, ইসলামী আন্দোলন, হেফাজতে ইসলাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, নাগরিক অধিকার পরিষদ সহ সর্বদলীয় নেতারা এতে অংশ নেন। এ সময় বক্তব্য রাখেন, নাটোর জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক ইউনুস আলী, বিএনপি'র জেলা আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান বাবুল চৌধুরী, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের জেলা সভাপতি মোহাম্মদ আলী ও নাটোর লাঠিবাসী সমিতির সভাপতি আব্দুস সালাম সহ সর্বদলীয় নেতৃবৃন্দ।