BDCN24 হল সংবাদ, মতামত এবং বিনোদনের জন্য একটি বাংলাদেশ ভিত্তিক মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম। এটি পাঠক এবং শ্রোতাদের রাখার জন্য একটি ২৪/৭/৩৬৫ এর প্ল্যাটফর্ম
২৫ হাজার ৩৩৭ টাকা সমমূল্যের ঔষধ সহায়তা দিয়েছে অপসোনিন ফার্মা লিমিটেড নামক একটি বেসরকারি ঔষধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান। বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের ডেপুটি চীফ মেডিক্যাল অফিসার মাহমুদুল হাসান। জানা যায়, কুবির মেডিক্যাল সেন্টার মোট ১২ ধরনের ঔষধ সহায়তা পেয়েছে অফসোনিন ফার্মা লিমিটেড কোম্পানির কাছ থেকে। যার বাজার মূল্য ২৫ হাজার ৩৩৭ টাকা। বিশ্ববিদ্যালয়ের ডেপুটি চীফ মেডিক্যাল অফিসার মাহমুদুল হাসান বলেন, 'এই সাহায্য উপাচার্য স্যারের কারণে সম্ভব হয়েছে। কোম্পানিটি তিন মাস অন্তর অন্তর এই সাহায্য দিবে বলে জানিয়েছে। এই সাহায্যের কারনে কুবির সকল স্টেকহোল্ডারদের আমরা আরো ভালো সেবা দিতে পারবো বলে আশাবাদী।'এ ব্যাপারে উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন বলেন, 'বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কথা বিবেচনা করেই এই উদ্যোগ নেয়া হয়েছে। মেডিক্যাল সেন্টারকে উন্নত করতে সামনে আমরা আরো কাজ করবো।'