BDCN24 হল সংবাদ, মতামত এবং বিনোদনের জন্য একটি বাংলাদেশ ভিত্তিক মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম। এটি পাঠক এবং শ্রোতাদের রাখার জন্য একটি ২৪/৭/৩৬৫ এর প্ল্যাটফর্ম
ইসলামে মা-বাবার প্রতি আনুগত্য ও সেবা করা সন্তানের কর্তব্য। তাদের অবাধ্যতা ইহকাল ও পরকালে বহু ক্ষতির কারণ হতে পারে।১. রিজিকে সংকট: যারা মা-বাবার অবাধ্য হয় তাদের রিজিকে সংকট দেখা দেয় এবং জীবনে বরকত থাকে না।২. আল্লাহর সন্তুষ্টি লাভ করা: মা-বাবার অবাধ্য ব্যক্তি কখনো আল্লাহ তা'আলার সন্তুষ্টি অর্জন করতে পারে না।৩. সন্তানের অবাধ্যতা: যে সন্তান তার মা-বাবার অবাধ্য হয় তার সন্তানও তার অবাধ্য হওয়ার সম্ভাবনা থাকে।৪. মা-বাবার দোয়া: যে সন্তান তার মা-বাবার অবাধ্য হয়, তাদের দোয়া বা অভিশাপ তার জন্য অকল্যাণ বয়ে আনতে পারে।মা-বাবার আদেশ-নিষেধ মেনে চলা, তাদের প্রতি সহানুভূতিশীল হওয়া এবং তাদের সেবা করা সন্তানের কর্তব্য।মা-বাবার ভুল হলেও তাদের প্রতি শ্রদ্ধাশীল আচরণ করা উচিত।কেবল পার্থিব বিষয়েই নয়, আধ্যাত্মিক বিষয়েও মা-বাবার আদেশ মেনে চলা উচিত।মা-বাবার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টির মাধ্যম। তাদের প্রতি আনুগত্য পালন করে আমরা ইহকাল ও পরকালে সুখ-শান্তি ও বরকত লাভ করতে পারি।