BDCN24 হল সংবাদ, মতামত এবং বিনোদনের জন্য একটি বাংলাদেশ ভিত্তিক মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম। এটি পাঠক এবং শ্রোতাদের রাখার জন্য একটি ২৪/৭/৩৬৫ এর প্ল্যাটফর্ম
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) তথ্য ও প্রযুক্তি বিষয়ক সংগঠন আইটি সোসাইটির ৫ম কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে আছেন কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের শিহাব উদ্দিন হিমেল এবং সাধারণ সম্পাদক হিসেবে আছেন তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি বিভাগের তাওসীফ বিন পারভেজ।বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) সংগঠনটির সদ্য সাবেক সভাপতি জাওয়াদ সিদ্দিকি শাফী এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ আকিব হাসান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে ৬৮ সদস্য বিশিষ্ট এ কমিটি ঘোষণা করা হয়। নতুন কমিটি আগামী এক বছর দায়িত্ব পালন করবে।নব গঠিত কমিটিতে সহ-সভাপতি হিসাবে আছেন মেহেদী হাসান সজীব ও মহিউদ্দিন খান মাহিন।এছাড়াও যুগ্ম সাধারণ সম্পাদক হিসাবে আছেন তারেক মাহমুদ রনি ও এইচ এ মাহমুদ। অন্যদের মধ্যে আছেন সাংগঠনিক সম্পাদক রুদ্র মো. শহীদুল্লাহ্, মাহমুদুল ইসলাম নয়ন, মাহির নাছির পলক ও মো. সৌরভ। অর্থ সম্পাদক হিসেবে আছেন ইমরুল হাসান রাহাত, প্রচার সম্পাদক হিসেবে আছেন মুজাহিদুল ইসলাম, দফতর সম্পাদক হিসেবে আছেন আশিকুল ইসলাম।