চাঁদপুর শহরের বিপণীবাগ বাজার সংলগ্ন ‘নিউ রুপসী চাঁদপুর’ আবাসিক হোটেলের একটি কক্ষ থেকে মো. রুবেল হাসান রাফি (২৮) নামে এক ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (২ ফেব্রুয়ারি) বিকেলে শহরের পুরাতন পৌর মার্কেটের দ্বিতীয় তলায় অবস্থিত হোটেলের ৯ নম্বর কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
পরিচয় গোপন করে হোটেল ভাড়া
হোটেল কর্তৃপক্ষ জানায়, মৃত ব্যক্তি চিকিৎসক পরিচয়ে গত ১ ফেব্রুয়ারি সন্ধ্যায় ৯ নম্বর কক্ষ ভাড়া নেন। তবে, তিনি প্রকৃত পরিচয় গোপন করে নিজের নাম লিখিয়েছিলেন মোহাম্মদ আরিফুল হক (২৭), পিতার নাম শাহজালাল এবং ঠিকানা উল্লেখ করেছিলেন নোয়াখালীর চাটখিল থানার কাচারী বাজার। পরে জানা যায়, তার আসল নাম মো. রুবেল হাসান রাফি (২৮)। তিনি চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেঙ্গারচর পৌরসভার আদুরভিটি গ্রামের বাসিন্দা। তার বাবার নাম আবু বক্কর।
কী ঘটেছিল সেই কক্ষে?
রোববার দুপুরে হোটেল কর্তৃপক্ষ কক্ষের দরজা বন্ধ পেয়ে সন্দেহ করে। পরে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে তারা রুবেলের ঝুলন্ত মরদেহ দেখতে পান। সঙ্গে সঙ্গে বিষয়টি থানায় জানানো হয়।
খবর পেয়ে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হলেও, রহস্য উদঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ।
পুলিশের বক্তব্য
চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া জানান, “খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছি। এখন পর্যন্ত তার পরিবারের কেউ থানায় আসেনি। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
ঘটনাটি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কেন তিনি পরিচয় গোপন করেছিলেন এবং মৃত্যুর প্রকৃত কারণ কী—এ নিয়ে নানা প্রশ্ন উঠেছে। পুলিশের তদন্তে এসব প্রশ্নের উত্তর মিলবে বলে আশা করা হচ্ছে।
মন্তব্য করার জন্য লগইন করুন!