চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাশেদুল ইসলামের বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ ডিসেম্বর) দিনব্যাপী বিভিন্ন সংগঠন ও ব্যক্তিবর্গের পক্ষ থেকে তাঁকে সংবর্ধনা প্রদান করা হয়।
সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ইউপি চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদ সচিব সমিতির (বাপসা) নেতৃবৃন্দ, শ্রী শ্রী রাজা লক্ষ্মী নারায়ন জিউর আখড়ার নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
এরপর হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাইস্কুল এন্ড কলেজের মরহুম কাজী বজলুল হক গ্রন্থাগারে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান মানিক।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মো. মেহেদী হাসান মানিক বলেন, মো. রাশেদুল ইসলাম হাজীগঞ্জে যোগদানের পর থেকে উপজেলার উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তিনি একজন দক্ষ ও সৎ কর্মকর্তা।
বিদায়ী ইউএনও মো. রাশেদুল ইসলাম বলেন, হাজীগঞ্জে আমার সময়কালে উপজেলাবাসীর সহযোগিতায় অনেক উন্নয়নমূলক কাজ সম্পন্ন হয়েছে। আমি হাজীগঞ্জবাসীর কাছে কৃতজ্ঞ। উল্লেখ্য, মো. রাশেদুল ইসলাম গত বছরের ৭ এপ্রিল হাজীগঞ্জে যোগদান করেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে এক বছরের বেশি দায়িত্ব পালনকারী উপজেলা নির্বাহী কর্মকর্তাদের ইসির (নির্বাচন কমিশন) নির্দেশনায় বদলি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
এর মধ্যে ইউএনও মো. রাশেদুল ইসলামকে কক্সবাজার জেলার কুতুবদীয়া উপজেলায় বদলি করা হয়েছে। তিনি রোববার (১০ ডিসেম্বর) হাজীগঞ্জ থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নেন এবং সোমবার বেলা দুইটার দিকে হাজীগঞ্জ থেকে নতুন কর্মস্থল কুতুবদিয়ার উদ্দ্যেশ্যে রওনা দেন।
মন্তব্য করার জন্য লগইন করুন!