বরগুনা সদর উপজেলার নলটোনা ও বালিয়াতলী ইউনিয়নের মধ্যবর্তী শোনবুনিয়া চর এলাকায় বিশাল একটি মৃত তিমি ভেসে এসে আটকা পড়েছে। স্থানীয়রা ধারণা করছে, শনিবার রাতের জোয়ারের সাথে ভেসে এসে তিমিটি চরে আটকা পড়েছে।
মৃত তিমির বিশাল দেহ থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে। সোমবার দুপুরে মাছ ধরতে নদীতে আসা জেলেরা প্রথমে এই তিমিটিকে দেখতে পায়। তাদের মতে, তিমির দৈর্ঘ্য ২৫-৩০ হাত।
দুঃখজনকভাবে, দুই দিন অতিবাহিত হলেও এখনও পর্যন্ত বন বিভাগ বা মৎস্য বিভাগের কোন কর্মকর্তা ঘটনাস্থলে আসেননি।
জেলা মৎস্য কর্মকর্তা মো. মহসীন ধারণা করছেন, সম্ভবত সাগরে ভারী কোন বস্তু বা বড় নৌযানের সাথে ধাক্কা লেগে তিমির মৃত্যু হয়েছে।
অন্যদিকে, পরিবেশ সংগঠক আরিফ রহমান বলছেন, বন্যপ্রাণী আইনের আওতায় বন বিভাগ যদি তিমিটিকে উদ্ধার করে পোস্টমর্টেম করে, তাহলেই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
মন্তব্য করার জন্য লগইন করুন!