হুমায়ুন কবির,
রাণীশংকৈল (ঠাকুরগাঁও)প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে কৃষি জমির গর্তে জমে থাকা বৃষ্টি ও কাঁদা মিশ্রিত পানিতে পড়ে মোনায়েম হোসেন নামে ১৪ মাসের এক শিশু মারা যাওয়ার খবর পাওয়া গেছে।
রবিবার (২৫ মে)সকাল সাড়ে ১১টায় পৌরশহরের মহলবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিশুটি পৌর শহরের ভান্ডারা এলাকার আনোয়ার হোসেন সাধনের ছোট ছেলে। পুলিশ ও স্থানীয়দের তথ্য মতে, নিহত শিশুটির মা মহলবাড়ি এলাকায় কৃষি জমির ধারে শিশুটিকে রেখে ভুট্টা তোলার কাজ করছিলেন। এ সময় শিশুটি তার মায়ের অগোচরে ভুট্টা ক্ষেতের পাশেই বৃষ্টি ও কাঁদা মিশ্রিত জমে থাকা পানির ছোট গর্তে পড়ে যায়।
এতে শিশুটির মুখেচোখে কাঁদাপানি ঢুকে শ্বাসরোধ হয়ে সে মারা যায়। রাণীশংকৈল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)আরশেদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। এদিকে শিশুটির এই মর্মান্তিক মৃত্যুতে তার পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
মন্তব্য করার জন্য লগইন করুন!