৯ ডিসেম্বর, রোজ সোমবার, ২০২৪ খ্রিষ্টাব্দ টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা পরিষদ মিলনায়তনে উক্ত সেমিনারটি অনুষ্ঠিত হয়।
"দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ" এই স্লোগানকে সামনে রেখে সামাজিক কর্মকান্ড ও স্বেচ্ছাসেবামূলক কাজে যুবদের ভূমিকা শীর্ষক জন সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার এ.বি.এম আরিফুল ইসলামের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বক্তৃতা রাখেন জনাবা ফাতেমা বেগম, উপপরিচালক যুব উন্নয়ন অধিদপ্তর টাঙ্গাইল ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনাব মোঃ মোশারফ হোসেন, অফিসার ইনচার্জ মির্জাপুর থানা, টাঙ্গাইল।
উক্ত অনুষ্ঠানে বক্তারা দেশ গড়তে যুবকদের এগিয়ে আসার আহ্বান জানান এবং কারিগরি প্রশিক্ষণের জন্য যুবকদের উৎসাহিত করেন।
মন্তব্য করার জন্য লগইন করুন!