বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৮তম শাহাদতবার্ষিকী ও শোক দিবস উপলক্ষ্যে আওয়ামী যুবলীগ কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা শাখার উদ্যোগে শোক দিবসের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩০ আগস্ট) বিকেল ৪টায় বাংলাদেশ আওয়ামী যুবলীগ তাড়াইল উপজেলা শাখার আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
বাংংলাদে আওয়ামী যুবলীগ তাড়াইল উপজেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি হারুন অর রশিদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম এর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাননীয় প্রধানমন্ত্রীর সাবেক এডিসি মো. নাসিমুল হক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা আজিজুল হক ভুঁইয়া মোতাহার, ব্যারিস্টার গোলাম কবির ভুঁইয়া, বাংলাদেশ আওয়ামী যুবলীগ কিশোরগঞ্জ জেলা শাখার যুুুুগ্ম আহ্বায়ক মীর আমিনুল ইসলাম সোহেল, আওয়ামী যুবলীগ কিশোরগঞ্জ জেলা শাখার যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন খান।
উপস্থিত ছিলেন, বাংলাদেশ আ'লীগ তাড়াইল উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক ও দামিহা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান একেএম মাইনুজ্জামান নবাব, সাংগঠনিক সম্পাদক ও রাউতি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইকবাল হোসেন তারিক, সাংগঠনিক সম্পাদক ও ধলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আফরোজ আলম ঝিনুক, দিগদাইড় ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাপ হোসেন ভুঁইয়া প্রমূখ।
মন্তব্য করার জন্য লগইন করুন!