মো. সিয়াম হোসেন: চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার উপাদী দক্ষিণ ইউনিয়নের পূর্ব ধলাইতলী মুন্সি বাড়িতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ ও টিন বিতরণ করেছেন বিসিস্ট সমাজ সেবক শাখাওয়াত হোসেন জুয়েল তালুকদার। আজ মঙ্গলবার (১৮ জুন) এ অর্থ সহায়তা দেওয়া হয়।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মোহাম্মদ কবির মুন্সি, মনির মুন্সি, বিল্লান ও মোবারক এর মাঝে নগদ অর্থ ৫ হাজার টাকা ও টিন তুলে দেন সাখাওয়াত হোসেন জুয়েল তালুকদার।
এ সময় উপস্থিত ছিলেন ধলাইতলী আব্দুল জলিল ইসলামিয়া দাখিল মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা মোহাম্মদ মনির হোসেন, ইংরেজি প্রভাষক মোহাম্মদ মসিউর রহমান, ও আওয়ামীলীগ নেতা ও বিশিষ্ট সমাজ সেবক মোহাম্মদ বাহাউদ্দীন হাজী, মোস্তফা কামাল পাশা, সালাম বেপারাী সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উল্লেখ্য, ৭ই মে ধলাইতলী মুন্সি বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে মতলব দক্ষিণ উপজেলার ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে তিনটি ঘর পুড়ে যায়
মন্তব্য করার জন্য লগইন করুন!