মতলব প্রতিনিধিঃ মতলব দক্ষিণ উপজেলার নায়ের গাও উওর ইউনিয়নে কাঁচি য়ারায় কানঞন মালা দিঘির মাছ চাষ নিয়ে আদালতে মামলা দায়ের করা হয়েছে। মৎস্য পুরস্কার প্রাপত মাছ চাষী ঐ এলাকার মাসুদ পাটোয়ারী চাঁদা দাবি ও চুরির অভিযোগ এনে এ মামলা টি দায়ের করেন, যারনংসি আর ৩৪৮/২০২২।মামলা টি গত ২৩ আগষ্ট সরোজমিনে তদন্ত করেন সি আই ডি।এ ব্যাপারে মাসুদ পাটোয়ারী বলেন, ২০২০ সালের মার্চ মাসে স্থানীয় দিঘির মালিক পক্ষ দুই বছরের জন্য আমাকে লিজ দেয় এবং ১২ লাখ টাকা নিয়ে বিভিন্ন প্রতিষঠানে দিয়ে আমাকে বুঝিয়ে দেয়।
২০২২ সালের মার্চ মাস পরযন্ত দুই বছর শেষ না হতে, ২১ সালের আগষ্ট মাসে আমি মাছ ধরতে গেলে তারা বাধা দেয়।২১ মাসের জন্য আমাকে লিজ দেওয়া হয়েছে জানায়।এর কিছু দিন পর আমার পাহাড়াদার সহ অনান্য রা দিঘির মাছ নিয়ে যায় এবং আমার কাছে চাঁদা দাবি করে। পরে আমি কোনো উপায়ান্ত না পেয়ে আমি চাঁদ পুর আদালতে মামলা দায়ের করি।বর্তমানে দিঘিতে আমার ৫০ লাখ টাকার খরচের মাছ রয়েছে। অপর দিকে আসামি পক্ষের জামাল, মমিন সরকার,নজু সরকার সহ অনান্য রা বলেন। মাসুদ পাটোয়ারী আমাদের সাজানো মিথ্যা মামলা দিয়েছেন। দিঘিতে বর্তমানে আমাদের মাছ চাষ রয়েছে। আমরা তাহার মালিক।
সি আই ডির সাব ইন্সপেক্টর আঃ রউফ ও আনিসুল হক বলেন, সঠিক তদন্ত করেই তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে।
মন্তব্য করার জন্য লগইন করুন!