ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে জাহানারা বেগম (৬০) নামের এক বৃদ্ধার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে বালিয়াডাঙ্গী থানা পুলিশ। বালিয়াডাঙ্গী উপজেলার ৫ নং দুওসুও ইউনিয়নের ছাগলডাঙ্গী গ্রামে এ ঘটনা।
(১৬ এপ্রিল) সকালে তাঁর লাশ উদ্ধার করে থানা পুলিশ। জানা যায় জাহানারা বেগম ওই গ্রামের বজির উদ্দীনের স্ত্রী। জাহানারা বেগমের স্বজনেরা বলেন, মেয়ে ও তাঁর স্বামীকে ঈদে কাপড় চোপড় না দিতে পারায় পাঁচ দিন ধরে মন খারাপ ছিল তাঁর। গতকাল সোমবার বিকেল থেকে খাওয়া বন্ধ করে দেন তিনি।
চেষ্টা করেও তাঁকে কিছু খাওয়াতে পারেনি পরিবারের কেউ। রাতে না খেয়ে ঘুমিয়ে পড়েন। ভোরে ঘুম থেকে উঠতে দেরি হলে ডাকাডাকি করলে সারা শব্দ না পাওয়ায় ঘরে গিয়ে দেখা যায় তিনি গলায় ফাঁস দিয়েছেন। এই বৃদ্ধার বড় ছেলে জাহাঙ্গীর আলম বলেন, ‘এ বছর অভাবের কারণে ঈদে জামাই, মেয়ে ও নাতিদের কাপড় চোপড় দিতে পারেনি মা। এ জন্য একাধিক বার আফসোস ও করেছেন।
স্থানীয়দের বরাতে জানা যায় , অন্যের বাড়িতে দিন মজুরি করে জীবিকা নির্বাহ করতেন জাহানারা। দিনমজুর এর কাজ করলেও একমাত্র মেয়েকে খুব ভালোবাসতেন জাহানারা বেগম। ঈদে মেয়েকে উপহার দেওয়ার চেষ্টা করেও অভাবের কারণে দিতে পারেনি। এ বিষয়ে জানতে চাইলে বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ফিরোজ কবির বলেন, পুলিশ বৃদ্ধার লাশ উদ্ধার করেছে। অভিযোগ পেলে এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করার জন্য লগইন করুন!