হবিগঞ্জের বানিয়াচং উপজেলা সদরের রাস্তাঘাটের ব্যাপক উন্নয়ন হয়েছে। তবে, বড়বাজার হিমেল হোটেলের সামনের অংশ দিয়ে ঐতিহ্যবাহী রাজবাড়ী ২ নং জামে মসজিদের কর্মব্যস্ত দীর্ঘ রাস্তাটি সংস্কারের অভাবে বেহাল দশায় রয়েছে। সামান্য বৃষ্টি হলেই কর্দমাক্ত হয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। ফলে, মুসল্লিসহ বাজারে গমনকারী জনসাধারণ ও এলাকাবাসী চরম দুর্ভোগ পোহাচ্ছেন।.
এছাড়া, রাস্তাটির পাশে ড্রেনেজ ব্যবস্থা না থাকায় বাড়িঘরের পানি নেমে রাস্তাটি ভেঙে যাচ্ছে। স্থানীয় ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান খান জানান, রাস্তাটি জনগুরুত্বপূর্ণ। বরাদ্দ পেলে মেরামত করা হবে। উপজেলা প্রকৌশলী মিনারুল ইসলাম জানান, এক কিলোমিটারের কম রাস্তা হলে কার্পেটিং করা আইনগতভাবে বাধা আছে। তবে, রাস্তাটি যেহেতু গুরুত্বপূর্ণ সেক্ষেত্রে অন্যকোনো বরাদ্দ থেকে সংস্কারের ব্যবস্থা করার চেষ্টা করব। সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর সভাপতি দেওয়ান শোয়েব রাজা রাস্তাটি সংস্কারের দাবি জানিয়েছেন।
মন্তব্য করার জন্য লগইন করুন!