পাবনা: সবজি প্রধান এলাকা হিসেবে পরিচিত পাবনার হাটবাজারে হঠাৎ করেই দরপতন হয়েছে প্রায় সব ধরনের সবজির। সবচেয়ে বেশি দাম কমেছে বেগুন ও লাউয়ের। বেগুন পাইকারি হাটে প্রতি মণ বিক্রি হচ্ছে ৮০ থেকে ১০০ টাকায়। সেই হিসেবে প্রতি কেজি বেগুনের দাম দাঁড়াচ্ছে ২ থেকে ৩ টাকায়। আর সাধের লাউ বিক্রি হচ্ছে ৪ থেকে ৫ টাকায়।
এই অস্বাভাবিক দামের কারণে দিশেহারা হয়ে পড়েছেন কৃষকরা। লাভ তো দূরের কথা, উৎপাদন খরচও উঠছে না তাদের। কৃষকদের দাবি, এই রমজান মাসে দেশের ইতিহাসে সবচেয়ে কম দামে বেগুন লাউ বিক্রি হচ্ছে।
কৃষকরা জানান, এক মাস আগেও পাবনার পূর্বাঞ্চল বেড়া ও সাঁথিয়া উপজেলায় যে বেগুন ৫০ থেকে ৬০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে, বর্তমানে সেই বেগুন কৃষকেরা প্রতি কেজি পাইকারি দুই থেকে তিন টাকা দরে বিক্রি করতে হিমশিম খাচ্ছেন।
একইভাবে, ৫০-৬০ টাকা দরে প্রতিটি লাউ বিক্রি হয়েছে মাস খানেক আগে। এখন কৃষকেরা এসেই লাউ হাটে নিয়ে ৪ থেকে ৫ টাকার বেশি দাম পাচ্ছেন না। অথচ খুচরা বাজারে ৩০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে বেগুন। আর প্রতিটি লাউ বিক্রি হচ্ছে ২০ থেকে ৩০ টাকায়।
শুধু লাউ বা বেগুনই নয়, করলা, টমেটোসহ বেশির ভাগ সবজিই এখন কৃষকদের হাটে নিয়ে পানির দরে বিক্রি করতে হচ্ছে। এ অবস্থায় অনেক কৃষকের সবজি খেতেই নষ্ট হচ্ছে। উৎপাদন খরচ না ওঠায় দিশেহারা হয়ে পড়েছেন কৃষকরা।
কৃষকরা অভিযোগ করছেন, মধ্যস্বত্বকারীরা বাজার নিয়ন্ত্রণ করে কৃষকদের কাছ থেকে সবজি কম দামে কিনে খুচরা বাজারে অধিক মূল্যে বিক্রি করছে।
কৃষকরা সরকারের কাছে দ্রুত বাজার নিয়ন্ত্রণ করে তাদের ন্যায্যমূল্য নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
এই প্রতিবেদন লেখার সময় (২০২৪ সালের ২৫ মার্চ) পাবনার হাটবাজারে বেগুনের দাম প্রতি কেজি ২ থেকে ৩ টাকা এবং লাউয়ের দাম ৪ থেকে ৫ টাকা।
মন্তব্য করার জন্য লগইন করুন!