নাটোরের বড়াইগ্রামে এক ব্যবসায়ী ও তাঁর পরিবারের সদস্যদের ওপর হামলা ও চাঁদাবাজির অভিযোগে বিএনপি ও এর সহযোগী সংগঠনের ১৫ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। মামলায় অজ্ঞাতনামা আরও ১৫ জনকে আসামি করা হয়েছে। এ ঘটনায় পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে।
ভুক্তভোগী ব্যবসায়ী উজ্জ্বল কুমার মণ্ডল অভিযোগ করেছেন, রাজনৈতিক প্রেক্ষাপটে তাঁকে দুই লাখ টাকা চাঁদা দিতে বাধ্য করা হয়েছিল। চাঁদা দিতে না পারায় তাঁকে লোহার রড ও পাইপ দিয়ে মারধর করা হয়। এ সময় তাঁর অন্তঃসত্ত্বা স্ত্রী ও মা হামলার শিকার হন।
মামলায় উল্লেখিত আসামিদের মধ্যে বিএনপি ও সহযোগী সংগঠনের বেশ কয়েকজন নেতা রয়েছেন, যাঁদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে হামলা, চাঁদাবাজি এবং হুমকির। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর বিষয়টি আলোচনায় আসে।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, মামলার আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান চালানো হচ্ছে। এজাহারভুক্ত আসামি জালাল ভূঁইয়াকে ইতোমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে।
এদিকে, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী নাটোরে এসে ঘটনাটি তদন্ত করে দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।
মন্তব্য করার জন্য লগইন করুন!