মোঃ মাসুম পারভেজ।। চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ে জাটকা নিধন প্রতিরোধ সংক্রান্ত জেলা টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে । ২৩ ফেব্রুয়ারি ২০২৫ রবিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে "জাটকা নিধন প্রতিরোধ সংক্রান্ত জেলা টাস্কফোর্স কমিটির সভা" অনুষ্ঠিত হয়। সভায় ইলিশ জাটকা নিধন প্রতিরোধে করণীয় নির্ধারণ ও কর্মপন্থা ঠিক করা হয়।
জেলা প্রশাসকের সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন জেলা ও উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ, নৌ পুলিশ সুপার, জেলা মৎস্য কর্মকর্তা, কোস্ট গার্ডের প্রতিনিধিসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
প্রতিবছর মা ইলিশ সংরক্ষণ ও ইলিশ উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার ক্ষেত্রে এ ধরনের বিভিন্ন জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।
যার মূল লক্ষ্য হচ্ছে ইলিশ সংশ্লিষ্ট সকল পক্ষকে সচেতনতা বৃদ্ধির মাধ্যমে ইলিশ উৎপাদনে কাংখিত লক্ষ্য পূরণে সকলের ঐক্যবদ্ধ ভূমিকা রাখার রাস্তা তৈরী করা।
ইলিশ উৎপাদন বৃদ্ধিতে জেলেদের সচেতনতা বৃদ্ধি ও মা ইলিশ রক্ষায় প্রজনন মৌসুমে মা ইলিশ ধরা থেকে বিরত থাকা সহ উক্ত সময়ে জেলেদের বিকল্প কর্মসংস্থান তৈরী করে দেয়া সহ, বিভিন্ন আর্থিক সুযোগ সুবিধার ব্যবস্থা করা।
এছাড়াও ইলিশ উৎপাদন বৃদ্ধিতে অন্যান্য বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে বিবেচনা করে কার্যক্রম পরিচালনা করার মাধ্যমে দেশের প্রাকৃতিক সম্পদ ইলিশ উৎপাদন বৃদ্ধি করাই এ সভা আয়োজনের মূল লক্ষ্য।
সভায় ইলিশ উৎপাদন বৃদ্ধিতে সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টাকে গুরুত্ব দিয়ে প্রজনন মৌসুমে ইলিশ ধরা বন্ধ সহ অন্যান্য বিষয়ে আলোচনা হয়।
মন্তব্য করার জন্য লগইন করুন!