ঢাকায় আলোচিত জুলাই আন্দোলন কেন্দ্রিক পৃথক মামলায় জাসদের সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এবং ডিএমপির সাবেক উপ-পুলিশ কমিশনার মো. শহিদুল্লাহ–এই চারজনকে নতুন করে গ্রেফতার দেখানো হয়েছে।
বুধবার (২৫ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিলরুবা আফরোজ তিথি আসামিদের উপস্থিতিতে গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন।
কোন মামলায় কার নাম?
রমজান মিয়া হত্যার মামলায় গ্রেফতার দেখানো হয়েছে ইনু ও পলককে।
নবম শ্রেণির ছাত্র আলভী হত্যায় গ্রেফতার দেখানো হয়েছে কামাল আহমেদ মজুমদারকে।
শামিম মিয়ার ওপর হামলা ও হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে সাবেক পুলিশ কর্মকর্তা শহিদুল্লাহকে।
মামলার পেছনের গল্প
গত ১৯ জুলাই ‘জুলাই আন্দোলন’ চলাকালে পশ্চিম রামপুরায় গুলিতে আহত হন রমজান মিয়া। হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। এ বিষয়ে ২৬ মে হাতিরঝিল থানায় মামলা করেন নিহতের পরিবার।
একই আন্দোলনে ৪ আগস্ট মিরপুর ১০ নম্বরে গুলিতে প্রাণ হারান নবম শ্রেণির শিক্ষার্থী আলভী। এ ঘটনায় আলভীর পরিবার বাদী হয়ে মামলা করেন।
ভাটারা থেকে শাহবাগমুখী মিছিলে অংশ নেওয়া শামিম মিয়া আওয়ামী লীগ নেতাকর্মী ও পুলিশের হামলায় গুলিবিদ্ধ হন। তার শরীরে চারটি গুলি লাগে। চিকিৎসার পর সুস্থ হলে তিনি নিজেই ২২ জানুয়ারি মামলা করেন।
আসামিদের গ্রেফতার দেখানোর আবেদনের শুনানি শেষে আদালত তা মাত্র ৩ মিনিটে অনুমোদন করেন বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী ও মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী।
এদিকে, এসব মামলা নিয়ে রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা ও আলোচনার ঝড় উঠেছে। অনেকে বলছেন, “জুলাই আন্দোলনের ঘটনায় উচ্চপর্যায়ের রাজনীতিবিদ ও পুলিশ কর্মকর্তাদের নাম আসায় এটি বাংলাদেশের রাজনীতিতে নতুন মোড় আনবে।”
লগইন
জুলাই আন্দোলনের মামলায় ইনু-কামাল-পলকসহ চারজনকে নতুন করে গ্রেফতার । ছবি সংগৃহীত
মন্তব্য করার জন্য লগইন করুন!