স্টাফ রিপোর্টার - ইমরান হক
চাঁদপুর জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। ১৩ জুলাই রোজ রবিবার সকাল ১০টায় চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা সম্পন্ন হয়।
সভায় সভাপতিত্ব করেন চাঁদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন। সভাপতির বক্তব্যে তিনি বলেন, "আইনশৃঙ্খলা পরিস্থিতি যথেষ্ট সন্তোষজনক রয়েছে, তবে আরও জোরালো নজরদারির প্রয়োজন রয়েছে বিশেষ কিছু ক্ষেত্রে।"
তিনি বলেন, উপজেলা পর্যায়ে আইনশৃঙ্খলার অবনতি, সরকারি জমি দখল, বালু উত্তোলনের অনিয়ম, স্কুল-কলেজের গভর্নিং বডির সঠিক পদ্ধতিতে কমিটি গঠন, মাদক ও চোরাচালান প্রতিরোধে নজরদারি আরও বাড়াতে হবে। এছাড়া, গ্রামে বাল্যবিয়ের প্রবণতা বাড়ছে উল্লেখ করে তিনি বলেন, এই সমস্যা নিরসনে নোটারি পাবলিকদের সচেতন হতে হবে, যেন কোনোভাবে বয়স কমানো বা বাড়ানোর কাজ না ঘটে।
জেলা প্রশাসক আরও বলেন, প্রশাসনের পাশাপাশি রাজনৈতিক, সামাজিক সংগঠনগুলোকেও আইনশৃঙ্খলা রক্ষায় এগিয়ে আসতে হবে। তবেই জেলায় স্থায়ী শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে বলে তিনি মত প্রকাশ করেন। সভায় সঞ্চালনার দায়িত্ব পালন করেন অতিরিক্ত জেলা প্রশাসক সূচিত্র রঞ্জন দাস।
সভায় আরও বক্তব্য রাখেন ২১ বীর কুমিল্লা সেনানিবাসের অধিনায়ক আসমাউল, চাঁদপুর জেলা পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব পিপিএম, জেলা নৌ পুলিশ সুপার প্রতিনিধি ইমতিয়াজ আহমেদ, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. মিজানুর রহমান, জেলা কোস্টগার্ডের প্রতিনিধি তানজিমূল, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাখাওয়াত জামিল সৈকত।
সভায় উপস্থিত ছিলেন- স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. গোলাম জাকারিয়া, চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সহকারী তত্ত্বাবধায়ক আশরাফ হোসেন, এনএসআই'র যুগ্ম পরিচালক আবু আব্দুল্লাহ, চাঁদপুর কোর্ট আইনজীবী বারের সভাপতি অ্যাড. বাবর, নারী পিপি অ্যাড. কোহিনূর বেগম, জেলা পাসপোর্ট অফিসের উপ-পরিচালক মো. মাহবুবুর রহমান,
মহিলা বিষয়ক কর্মকর্তা নাছিমা আক্তার, ফায়ার সার্ভিস কর্মকর্তা, চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্লাহ সেলিম, বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সূরাহ সদস্য ও জেলা আমির মাও. মো. বিল্লাল হোসাইন, গণ অধিকার পরিষদের আহ্বায়ক কাজী রাসেল, চাঁদপুর চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহ-সভাপতি সুভাস চন্দ্র ঘোষ, চাঁদপুর জেলা প্রেসক্লাবের সভাপতি রহিম বাদশা, বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান, জেলা হিন্দু সম্প্রদায় কমিটির প্রতিনিধি তমাল কুমার ঘোষ।
এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভায় অংশগ্রহণকারীরা চাঁদপুর জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করার জন্য সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
মন্তব্য করার জন্য লগইন করুন!