ববি প্রতিনিধি
সপ্তাহভরে টানা বৃষ্টিতে বরিশাল বিশ্ববিদ্যালয় সংলগ্ন বরিশাল-কুয়াকাটা মহাসড়কের মাঝখানে তৈরি হয়েছে বড় রকমের মরণফাঁদ খানা-খন্দ।সকাল থেকে টানা কয়েকটি দূর্ঘটনা ঘটে সেখানে।রাস্তার সংস্কারে তৎক্ষনাৎ দায়িত্ব নেয় বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতাকর্মীরা।
৯ জুলাই বুধবার বিকেলে ছাত্রদলের নেতৃত্বে নেওয়া হয় রাস্তার খানা-খন্দ ভরাটের কর্মসূচি।সেখানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় ছাত্রলের নেতৃবৃন্দরা।অস্থায়ীভাবে ইট দিয়ে ভরাট করে দেয়া হয় বিশালাকার গর্তগুলো।
বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা সিহাব জানান, বরিশাল-কুয়াকাটা মহাসড়কের বিশ্ববিদ্যালয়সংলগ্ন অংশে খাদা-খন্দকে প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হচ্ছিল সাধারণ মানুষ। দীর্ঘদিনেও কর্তৃপক্ষ পদক্ষেপ না নেওয়ায় ছাত্রদল মানবিক দায়িত্ববোধ থেকে রাস্তার গর্তগুলো ভরাটের উদ্যোগ নেয়। জনগণের কষ্ট লাঘবে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
নেতৃবৃন্দের পক্ষ থেকে আজমাইন সাকিব বলেন,“টানা বৃষ্টিপাতের কারণে কুয়াকাটা-বরিশাল মহাসড়কের বিশ্ববিদ্যালয় সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে। এই গর্তগুলোর কারণে জনসাধারণ, বিশেষ করে শিক্ষার্থী, সাধারণ যাত্রী ও রোগীবহনকারী যানবাহনের চলাচলে মারাত্মক সমস্যা সৃষ্টি হচ্ছে। প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। সাধারণ মানুষের এই দুর্ভোগ আমাদের মতো ছাত্র রাজনীতিবিদদের হৃদয় স্পর্শ করেছে।”
বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা পিয়াস আহমেদ বলেন,"দক্ষিণবঙ্গের সবচেয়ে বড় ছাত্র সংগঠন, শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে গড়া বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সর্বদা দেশ ও দেশের কথা চিন্তা করে এবং দেশের কল্যানে কাজ করে। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদ ছাত্রদল, বরিশাল বিশ্ববিদ্যালয় শাখা সর্বত্র উন্নয়ন মূলক কাজের মাধ্যমে সাধারণ মানুষের গ্রহণ যোগ্যতার মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যাবো ইনশাআল্লাহ।"
বরিশাল বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাতা ছাত্রদলের সাবেক সদস্য ছাত্রদল আরিফ হোসেন শান্ত বলেন আমরা মনে করি, ছাত্ররাজনীতি শুধু ক্যাম্পাসকেন্দ্রিক সীমাবদ্ধতা নয় — বরং জনগণের প্রয়োজনে মাঠে নামাই আমাদের আসল পরিচয়। বরিশাল বিশ্ববিদ্যালয়ের আশপাশের সড়কে বৃষ্টির কারণে যেভাবে গর্ত সৃষ্টি হয়ে দুর্ঘটনা বাড়ছে, তা আমরা চুপচাপ দেখতে পারিনি। মানুষের কষ্ট লাঘবে আমরা স্বেচ্ছাশ্রমে এগিয়ে এসেছি। এই ছোট উদ্যোগ যদি কারও উপকারে আসে, সেটাই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি।”
এসময়ে তারা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে কথা বলে সংশ্লিষ্ট বিষয়ে স্থায়ী পদক্ষেপ নেয়ার আশ্বাস ব্যাক্ত করেন।
উপস্থিত ছিলেন সাবেক ক্রিয়া সম্পাদক মো: শিহাব, সাবেক সদস্য মোসারফ হোসেন, জিহাদুল ইসলাম, মিরাজ, রতন প্রমুখ।
মন্তব্য করার জন্য লগইন করুন!